অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী প্যাট্রিসিয়া আর নেই
অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী প্যাট্রিসিয়া নীল মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি গত রোববার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। দ্য নিউইয়র্ক টাইমস এ তথ্য দিয়েছে। অভিনেত্রী প্যাট্রিসিয়া নীল দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। এর আগে তিনবার স্ট্রোক করেন তিনি। স্ট্রোকের পর বেশ কয়েক দিন পক্ষাঘাতগ্রস্ত ছিলেন তিনি। তখন নড়াচড়া ও কথাবার্তা বলতে পারতেন না।
অভিনয়-জীবনের শুরুতে অ্যানাদার পার্ট অব দ্য ফরেস্ট নাটকে অনবদ্য অভিনয়ের সুবাদে মার্কিন এ অভিনেত্রী লাভ করেন সম্মানজনক টনি অ্যাওয়ার্ড। তখন তিনি ২১ বছরেও পা দেননি। তিনি ১৯৪৯ সালে জন লাভস ম্যারি চলচ্চিত্রে প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের বিপরীতে অভিনয় করেন। হাড চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য ১৯৬৪ সালে লাভ করেন চলচ্চিত্রের গৌরবময় একাডেমি অ্যাওয়ার্ড।
অভিনয়-জীবনের শুরুতে অ্যানাদার পার্ট অব দ্য ফরেস্ট নাটকে অনবদ্য অভিনয়ের সুবাদে মার্কিন এ অভিনেত্রী লাভ করেন সম্মানজনক টনি অ্যাওয়ার্ড। তখন তিনি ২১ বছরেও পা দেননি। তিনি ১৯৪৯ সালে জন লাভস ম্যারি চলচ্চিত্রে প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের বিপরীতে অভিনয় করেন। হাড চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য ১৯৬৪ সালে লাভ করেন চলচ্চিত্রের গৌরবময় একাডেমি অ্যাওয়ার্ড।
No comments