অবৈধ অভিবাসী শিক্ষার্থীদের ব্যাপারে নমনীয় যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী শিক্ষার্থীদের ধরপাকড়ে এখন নমনীয় অভিবাসন কর্তৃপক্ষ। আইনের কড়াকড়ির কারণে সে দেশ থেকে অবৈধ অভিবাসীদের ব্যাপক হারে তাড়িয়ে দেওয়া হচ্ছে। একই সঙ্গে অবৈধ অভিবাসী শিক্ষার্থীদের বৈধতা দিতে আলাদা একটি উদ্যোগ নেওয়া হয়েছে। ১৬ বছর বয়সের আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন—এমন অবৈধ অভিবাসী শিক্ষার্থীদের বৈধতা দিতে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপিত হয়েছে। এতে সাত লাখের বেশি অভিবাসী শিক্ষার্থীর স্থায়ীভাবে থাকার সম্ভাবনা দেখা দিয়েছে।
অভিবাসন আইনজীবীরা জানান, প্রকাশ্য কোনো ঘোষণা না থাকলেও অবৈধ অভিবাসী শিক্ষার্থীদের ব্যাপারে এখন শিথিলতা দেখা যাচ্ছে। বৈধ অভিবাসনের কাগজপত্র না থাকলেও কর্তৃপক্ষের হাতে আটক লেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হচ্ছে।
ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগের প্রধান জন মরটন বলেন, অবৈধ অভিবাসনের সুযোগে যেসব অপরাধী বছরের পর বছর গা ঢাকা দিয়ে আছে, তাদের খোঁজে এখন বেশি সময় দেওয়া হচ্ছে।
অভিবাসন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওবামা ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসীদের বিতাড়ন বেড়েছে। ১০ মাসে বিভিন্ন অপরাধে দণ্ডপ্রাপ্ত প্রায় দেড় লাখ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে তাড়ানো হয়েছে। অপরদিকে কোনো অপরাধ করেননি—এমন অবৈধ শিক্ষার্থী অভিবাসীদের বৈধতার সুযোগ সৃষ্টি হচ্ছে।
অভিবাসন আইনজীবীরা জানান, প্রকাশ্য কোনো ঘোষণা না থাকলেও অবৈধ অভিবাসী শিক্ষার্থীদের ব্যাপারে এখন শিথিলতা দেখা যাচ্ছে। বৈধ অভিবাসনের কাগজপত্র না থাকলেও কর্তৃপক্ষের হাতে আটক লেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হচ্ছে।
ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগের প্রধান জন মরটন বলেন, অবৈধ অভিবাসনের সুযোগে যেসব অপরাধী বছরের পর বছর গা ঢাকা দিয়ে আছে, তাদের খোঁজে এখন বেশি সময় দেওয়া হচ্ছে।
অভিবাসন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওবামা ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসীদের বিতাড়ন বেড়েছে। ১০ মাসে বিভিন্ন অপরাধে দণ্ডপ্রাপ্ত প্রায় দেড় লাখ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে তাড়ানো হয়েছে। অপরদিকে কোনো অপরাধ করেননি—এমন অবৈধ শিক্ষার্থী অভিবাসীদের বৈধতার সুযোগ সৃষ্টি হচ্ছে।
No comments