যুক্তরাষ্ট্র যাচ্ছেন রেনে প্রেভাল
ভূমিকম্পবিধ্বস্ত হাইতির প্রেসিডেন্ট রেনে প্রেভাল আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এ সফরে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাত্ করবেন। আগামী বুধবার তাঁদের বৈঠকের দিন নির্ধারণ করা হয়েছে। গত শুক্রবার হোয়াইট হাউস এ তথ্য জানায়।
মূলত জাতিসংঘের উদ্যোগে হাইতির পুনর্বাসনের জন্য দাতা সংস্থাগুলোর ৩১ মার্চের বৈঠকের বিষয়ে কথা বলার জন্যই প্রেভালের এ সফর। চলতি বছরে ১২ জানুয়ারি এক ভয়াবহ ভূমিকম্প হাইতিতে আঘাত হানে। এতে প্রায় সোয়া দুই লাখ মানুষের মৃত্যু হয়। বাড়িছাড়া হয় প্রায় ১৩ লাখ মানুষ।
মূলত জাতিসংঘের উদ্যোগে হাইতির পুনর্বাসনের জন্য দাতা সংস্থাগুলোর ৩১ মার্চের বৈঠকের বিষয়ে কথা বলার জন্যই প্রেভালের এ সফর। চলতি বছরে ১২ জানুয়ারি এক ভয়াবহ ভূমিকম্প হাইতিতে আঘাত হানে। এতে প্রায় সোয়া দুই লাখ মানুষের মৃত্যু হয়। বাড়িছাড়া হয় প্রায় ১৩ লাখ মানুষ।
No comments