ইরান আরও একটি রকেট উেক্ষপণ মঞ্চ নির্মাণ করছে
ইরান আরও একটি রকেট উেক্ষপণ মঞ্চ নির্মাণ করছে। সে দেশের উত্তরাঞ্চলে বর্তমান রকেট উেক্ষপণ এলাকার অদূরে গড়ে তোলা হচ্ছে ওই মঞ্চ। আর এ মঞ্চ নির্মাণে উত্তর কোরিয়া সহযোগিতা দিচ্ছে। লন্ডনভিত্তিক একটি প্রতিরক্ষা গোয়েন্দা গোষ্ঠী গত শুক্রবার এ তথ্য জানিয়েছে।
উপগ্রহে ধারণ করা চিত্র বিশ্লেষণ করে গোয়েন্দা গোষ্ঠী ‘আইএইচএস জ্যান’ জানিয়েছে, তেহরানের পূর্বাঞ্চলীয় সেমন্যান শহরের কাছে ওই রকেট উেক্ষপণ মঞ্চটি নির্মাণ করা হচ্ছে।
উপগ্রহে গত ছয় ফেব্রুয়ারি ধারণ করা চিত্রের বরাত দিয়ে গোয়েন্দা গোষ্ঠীটি দাবি করেছে, নতুন ওই মঞ্চের অবস্থান সেমন্যানে শহরের বর্তমান রকেট উেক্ষপণ মঞ্চ থেকে প্রায় চার কিলোমিটার দূরে। নতুন মঞ্চটি ১৩ মিটার চওড়া ও ১৮ থেকে ২০ মিটার দীর্ঘ। গোয়েন্দা গোষ্ঠীটি আরও জানিয়েছে, মঞ্চটির নির্মাণকাজ মাঝামাঝি পর্যায়ে রয়েছে। আর মাত্র ১০ মিটার বর্ধিত করা হলে সেখান থেকে ২৭ মিটার দীর্ঘ সিমরঘ রকেট উেক্ষণ করা সম্ভব হবে।
উপগ্রহে ধারণ করা চিত্র বিশ্লেষণ করে গোয়েন্দা গোষ্ঠী ‘আইএইচএস জ্যান’ জানিয়েছে, তেহরানের পূর্বাঞ্চলীয় সেমন্যান শহরের কাছে ওই রকেট উেক্ষপণ মঞ্চটি নির্মাণ করা হচ্ছে।
উপগ্রহে গত ছয় ফেব্রুয়ারি ধারণ করা চিত্রের বরাত দিয়ে গোয়েন্দা গোষ্ঠীটি দাবি করেছে, নতুন ওই মঞ্চের অবস্থান সেমন্যানে শহরের বর্তমান রকেট উেক্ষপণ মঞ্চ থেকে প্রায় চার কিলোমিটার দূরে। নতুন মঞ্চটি ১৩ মিটার চওড়া ও ১৮ থেকে ২০ মিটার দীর্ঘ। গোয়েন্দা গোষ্ঠীটি আরও জানিয়েছে, মঞ্চটির নির্মাণকাজ মাঝামাঝি পর্যায়ে রয়েছে। আর মাত্র ১০ মিটার বর্ধিত করা হলে সেখান থেকে ২৭ মিটার দীর্ঘ সিমরঘ রকেট উেক্ষণ করা সম্ভব হবে।
No comments