ঢাকাতেই বেশির ভাগ ভেন্যু
যতই এগিয়ে আসছে বাংলাদেশ গেমস, ততই বাড়ছে কর্মকর্তাদের ব্যস্ততা। আগামী ২০-২৮ এপ্রিল হতে যাওয়া এই গেমস উপলক্ষে পরশু হয়ে গেল টেকনিক্যাল কমিটির সভা। কীভাবে প্রতিযোগিতা হবে, ভেন্যুগুলো কোথায় হবে, ইভেন্টগুলোর সময়সূচি, মোট পুরস্কার, প্রতিযোগিতার আয়োজনের সমস্যা এবং সমাধানের পদক্ষেপ কী হবে—এসব নিয়েই মূলত আলোচনা হয়েছে এ সভায়। চূড়ান্ত সিদ্ধান্ত কিছু হয়নি। পুরো বিষয় সম্পর্কে মতামত ও পরামর্শ চেয়ে গেমসে অংশ নেওয়া ফেডারেশনগুলো চিঠি দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। প্রাথমিকভাবে ঢাকা ও বিকেএসপির বিভিন্ন ফেডারেশনের স্টেডিয়াম মিলিয়ে ২০টি ভেন্যুতে খেলা হতে পারে। ঢাকার পাশাপাশি খুলনা বা চট্টগ্রামে হতে পারে ক্রিকেট খেলা। ১০ মার্চের মধ্যে এসব বিষয়ে মতামত জানাতে হবে ক্রিকেট বোর্ডসহ অন্যান্য ফেডারেশনকে। এবারের বাংলাদেশ গেমসে ৩১টি খেলার তিন শতাধিক ইভেন্টে অংশ নেবেন সাড়ে সাত হাজার অ্যাথলেট।
No comments