রুনির ওপর চটেছেন ফার্গুসন
উত্সাহ ভালো, কিন্তু অতি উত্সাহ ভালো নয়—ওয়েইন রুনিকে উদ্দেশ করে কথাগুলো বলেছেন অ্যালেক্স ফার্গুসন। দলের সবচেয়ে বড় সম্পদ রুনির ওপর চটে গিয়েই এমন কথা বলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ। চোট নিয়েও মিসরের বিপক্ষে ইংল্যান্ডের প্রীতি ম্যাচের প্রায় পুরোটা সময় খেলেছেন বলেই রুনির ওপর এই রাগ।
কার্লিং কাপ ফাইনালে খেলার সময়ই চোট পেয়েছিলেন রুনি। এরপর নিজেকে সেরে ওঠার সময় না দিয়েই নেমে পড়েন মিসরের বিপক্ষে। খেলেছেন ৮৬ মিনিট পর্যন্ত। পুরোনো চোটের ব্যথা জেগে উঠেছে আবার। গতকাল ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে তাঁর খেলাও ছিল অনিশ্চিত।
উলভারহাম্পটনের বিপক্ষে ওই ম্যাচের আগেই ফার্গুসন বলেছেন, ‘আমরা রুনির ব্যাপারটা বিবেচনা করে দেখছি, কারণ ও মিসরের বিপক্ষে ম্যাচটির প্রায় পুরোটাই খেলেছে। এটা আসলে হতাশাজনকই। আমি আসলে ঢালাওভাবে ফ্যাবিওর (ইংল্যান্ড কোচ ফ্যাবিও ক্যাপেলো) দোষ দেব না। রুনি যে এতক্ষণ খেলল, এটা আমি বিশ্বাসই করতে পারছি না।
কার্লিং কাপ ফাইনালে খেলার সময়ই চোট পেয়েছিলেন রুনি। এরপর নিজেকে সেরে ওঠার সময় না দিয়েই নেমে পড়েন মিসরের বিপক্ষে। খেলেছেন ৮৬ মিনিট পর্যন্ত। পুরোনো চোটের ব্যথা জেগে উঠেছে আবার। গতকাল ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে তাঁর খেলাও ছিল অনিশ্চিত।
উলভারহাম্পটনের বিপক্ষে ওই ম্যাচের আগেই ফার্গুসন বলেছেন, ‘আমরা রুনির ব্যাপারটা বিবেচনা করে দেখছি, কারণ ও মিসরের বিপক্ষে ম্যাচটির প্রায় পুরোটাই খেলেছে। এটা আসলে হতাশাজনকই। আমি আসলে ঢালাওভাবে ফ্যাবিওর (ইংল্যান্ড কোচ ফ্যাবিও ক্যাপেলো) দোষ দেব না। রুনি যে এতক্ষণ খেলল, এটা আমি বিশ্বাসই করতে পারছি না।
No comments