ইউরোপ নিয়ে ভ্যান্সের বিস্ফোরক মন্তব্য
যুক্তরাষ্ট্রের এক ভাষ্যকর জানান, ওই সব মন্তব্য আসলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ভোক্তাদের নিয়ে করা হয়েছিল। উল্লেখ্য, এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন জেডি ভ্যান্স। ওই সময় জেলেনস্কি সর্বোচ্চ চেষ্টা করেন ইতিবাচক কথা বলার। তিনি জানান, তাদের মধ্যে একটি ফলপ্রসূ আলোচনা হয়। তিনি আরও বলেন, যদিও এটি আমাদের প্রথম আলোচনা তবে আমি নিশ্চিত শেষবারের জন্য নয়। ওই সময় জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কীভাবে প্রতিহত করা যায় সেই বিষয়ে ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে আলোচনার ওপর জোর তাগিদ দেন। তিনি বলেন, আমরা সত্যিই শান্তি চাই। আমাদের নিরাপত্তা নিশ্চয়তা চাই। এদিকে পুতিনও শান্তি চান বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে পুতিন নির্দিষ্ট কিছু শর্ত দিয়েছেন। ইউক্রেনের যেসব এলাকা রাশিয়া দখল করেছে সেগুলো পুনরায় ইউক্রেনের কাছে হস্তান্তরের বিপক্ষে পুতিন। আর ইউক্রেন চায় রাশিয়া যাতে ওই সব এলাকা ফিরিয়ে দেয়। এদিকে ভ্যান্সের ভাষণ ঠিক তখনই এলো যার কিছুদিন আগে ট্রাম্প তার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের মাধ্যমে ইউক্রেনের দখলকৃত এলাকার বিষয়টি আলোচনায় আনেন। তিনি বলেন, ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনে প্রথম আক্রমণের পূর্বে যেসব এলাকা ইউক্রেনের অধীনে ছিল তা আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার বিষয়টি ‘অবাস্তব’।
No comments