হামলার পর প্যারিসে এখন আতঙ্ক আর বিভ্রান্তি

সন্ত্রাসী হামলার পর ফ্রান্সের রাজধানী প্যারিসে এখন আতঙ্ক আর বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। কী করণীয় তারা বুঝতে পারছে না। শুক্রবার রাতে ছয়টি স্থানে প্রায় একযোগে হামলা চালানো হয়। এতে অন্তত ১৫৩ জন নিহত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া জানিয়েছে। তবে ফরাসি কর্তৃপক্ষ ১২৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ২০০ ব্যক্তি। এদের ৯৩ জনের অবস্থা আশঙ্কাজনক। হামলায় অংশ নেয়া ৮জনও নিহত হয়েছে। হামলার দায়িত্ব কেউ স্বীকার না করলেও মধ্যপ্রাচ্যভিত্তিক গোষ্ঠী আইএসকেই সন্দেহ করা হচ্ছে। নাম প্রকাশ না করে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ বলেছেন, 'আমরা জানি, কারা এই সন্ত্রাসী।'
গুলি চালানোর পর ওই সন্ত্রাসীরা বেশ কয়েকজনকে অস্ত্রের মুখে আটক করেছিল। পরে নিরাপত্তা বাহিনীর অভিযানে তারা সবাই নিহত হন বলে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ জানিয়েছেন।
টেলিভিশনে দেয়া এক ভাষণে ওলাঁদ বলেন, 'এখান থেকে খুব বেশি দূরে নয় সন্ত্রাসীরা। তারা সবাই নিহত হয়েছেন।'
বাটাক্লঁ কনসার্ট হলে হামলার পর তার কাছাকাছি নিরাপত্তা বাহিনীর একটি নিয়ন্ত্রণ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, যারা হামলা চালিয়েছে তাদের প্রতি কোনো দয়া দেখানো হবে না।
প্যারিসের পাবলিক প্রসিকিউটর ফ্রাঙ্কোয়িস মোলিনসের মুখপাত্র জানিয়েছেন, হামলাকারী আটজনই নিহত হয়েছেন। তাদের মধ্যে সাতজন বিভিন্ন স্থানে নিজেদের শরীরে বেঁধে রাখা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দিয়েছেন। আর একজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
ফ্রাঁসোয়া ওলাঁদ ফ্রাঁসোয়া ওলাঁদ শুক্রবার প্যারিসে প্রায় একই সময়ে কয়েকটি স্থানে বোমা হামলা ও বন্দুকধারীদের গুলিতে প্রায় দেড়শ জন নিহত হয়েছেন।
সবচে বেশি হতাহতের ঘটনা ঘটেছে বাটাক্লঁ কনসার্ট হলে। মার্কিন ব্যান্ড দল ইগলস অব ডেথ মেটালের কনসার্ট দেখতে তারা জড়ো হয়েছিলেন। সেখানে অন্ততপক্ষে ৮৭ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এই সন্ত্রাসী হামলার পর পুরো ফ্রান্সে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ; বন্ধ করে দেয়া হয়েছে সীমান্ত।

No comments

Powered by Blogger.