পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া সাবেক মন্ত্রী কারাগারে অনশন শুরু করেছেন
হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার হওয়া পশ্চিমবঙ্গের বামফ্রন্টের সাবেক মন্ত্রী ও বর্তমান বিধায়ক সুশান্ত ঘোষ গতকাল বুধবার কারাগারে অনশন শুরু করেছেন।
একটি হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার মেদিনীপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। সুশান্ত ঘোষ ওই দিন মেদিনীপুর আদালতে জামিনের আবেদন করলে আদালত সেই আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
একই সঙ্গে সরকারপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে সাত দিনের পুলিশি হেফাজতে রাখারও নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার রাত আটটায় এই আদেশ দেওয়ার পরপরই সিআইডি পুলিশ সুশান্ত ঘোষকে কলকাতায় সিআইডির সদর দপ্তর ভবানী ভবনে নিয়ে আসে। সেখানেই শুরু করা হয় জেরা। এ সময় সুশান্ত ঘোষ অসুস্থ হলে পড়লে তাঁকে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। পিজি হাসপাতাল থেকে গতকাল দুপুরে সুশান্ত ঘোষকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে। আদালত তাঁকে আরও চার দিনের সিআইডির হেফাজতে রাখার নির্দেশ দেন। এরপর তাঁকে বারবার খাবার দেওয়া হলেও তিনি খাবার গ্রহণ করতে অস্বীকৃতি জানান। শুরু করেন অনশন।
একটি হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার মেদিনীপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। সুশান্ত ঘোষ ওই দিন মেদিনীপুর আদালতে জামিনের আবেদন করলে আদালত সেই আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
একই সঙ্গে সরকারপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে সাত দিনের পুলিশি হেফাজতে রাখারও নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার রাত আটটায় এই আদেশ দেওয়ার পরপরই সিআইডি পুলিশ সুশান্ত ঘোষকে কলকাতায় সিআইডির সদর দপ্তর ভবানী ভবনে নিয়ে আসে। সেখানেই শুরু করা হয় জেরা। এ সময় সুশান্ত ঘোষ অসুস্থ হলে পড়লে তাঁকে কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। পিজি হাসপাতাল থেকে গতকাল দুপুরে সুশান্ত ঘোষকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে। আদালত তাঁকে আরও চার দিনের সিআইডির হেফাজতে রাখার নির্দেশ দেন। এরপর তাঁকে বারবার খাবার দেওয়া হলেও তিনি খাবার গ্রহণ করতে অস্বীকৃতি জানান। শুরু করেন অনশন।
No comments