জন্মদিন ভুলে যাওয়ায়...
রাশিয়ায় এক নারী তাঁর জন্মদিন ভুলে যাওয়ায় রাগের মাথায় স্বামীকে হত্যা করেছেন। দক্ষিণ রাশিয়ার অসত্রাখান এলাকার কাছে একটি গ্রামে সম্প্রতি এ ঘটনা ঘটে।
লিয়ালিয়া তুপিকোভা নামের ওই নারী পুলিশকে জানিয়েছেন, তাঁর স্বামী খালপিক সকালে কাজে যাওয়ার আগে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুলে যান। তিনি যখন কাজ শেষে ঘরে ফেরেন তখনো লিয়ালিয়া আশায় ছিলেন, এবার হয়তো তাঁকে একগুচ্ছ ফুল হাতে তুলে দিয়ে শুভেচ্ছা জানাবেন স্বামী। কিন্তু দেখলেন, স্বামীর এবারও কিছু মনে পড়েনি। এরপর দিবসটি উপলক্ষে লিয়ালিয়া রাতে দুজনের জন্য বিশেষ ভোজের আয়োজন করেন। খেতে বসেও যখন খালপিক কিছুই বুঝতে পারলেন না, তখন আর সহ্য হলো না তাঁর।
গ্রামের পুলিশের এক মুখপাত্র জানান, স্বামীর এ রকম উদাসীনতায় ৪৫ বছর বয়সী লিয়ালিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তিনি রান্নার কাজে ব্যবহার করা একটি ছুরি তুলে নিয়ে ঝাঁপিয়ে পড়েন স্বামীর ওপর। খালপিকের হূৎপিণ্ড বরাবর বসিয়ে দেন সেটা। ৫০ বছর বয়সী খালপিক অতিরিক্ত রক্তক্ষরণে কিছুক্ষণের মধ্যেই মারা যান।
লিয়ালিয়া পুলিশের কাছে অকপটে স্বামী হত্যার দায় স্বীকার করেছেন। এখন তিনি শাস্তির জন্য অপেক্ষা করছেন।
লিয়ালিয়া তুপিকোভা নামের ওই নারী পুলিশকে জানিয়েছেন, তাঁর স্বামী খালপিক সকালে কাজে যাওয়ার আগে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুলে যান। তিনি যখন কাজ শেষে ঘরে ফেরেন তখনো লিয়ালিয়া আশায় ছিলেন, এবার হয়তো তাঁকে একগুচ্ছ ফুল হাতে তুলে দিয়ে শুভেচ্ছা জানাবেন স্বামী। কিন্তু দেখলেন, স্বামীর এবারও কিছু মনে পড়েনি। এরপর দিবসটি উপলক্ষে লিয়ালিয়া রাতে দুজনের জন্য বিশেষ ভোজের আয়োজন করেন। খেতে বসেও যখন খালপিক কিছুই বুঝতে পারলেন না, তখন আর সহ্য হলো না তাঁর।
গ্রামের পুলিশের এক মুখপাত্র জানান, স্বামীর এ রকম উদাসীনতায় ৪৫ বছর বয়সী লিয়ালিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তিনি রান্নার কাজে ব্যবহার করা একটি ছুরি তুলে নিয়ে ঝাঁপিয়ে পড়েন স্বামীর ওপর। খালপিকের হূৎপিণ্ড বরাবর বসিয়ে দেন সেটা। ৫০ বছর বয়সী খালপিক অতিরিক্ত রক্তক্ষরণে কিছুক্ষণের মধ্যেই মারা যান।
লিয়ালিয়া পুলিশের কাছে অকপটে স্বামী হত্যার দায় স্বীকার করেছেন। এখন তিনি শাস্তির জন্য অপেক্ষা করছেন।
No comments