ভারতের আধ্যাত্মিক গুরু সাঁই বাবা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত
ভারতের আধ্যাত্মিক গুরু সত্য সাঁই বাবাকে গতকাল বুধবার পুত্তাপারথিতে তাঁর নিজ আশ্রমে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। এ সময় লাখ লাখ ভক্ত- অনুসারী তাঁদের গুরুকে শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হন।
হিন্দুধর্মাবলম্বীদের মৃত্যুর পর দাহ করার নিয়ম থাকলেও সাঁই বাবাকে হিন্দু ধার্মিক পুরুষদের নিয়মে সমাহিত করা হয়।
ভক্তদের শেষ দর্শনের জন্য সাঁই বাবার মরদেহ একটি স্বচ্ছ কাচের বাক্সে রাখা হয়। তাঁর পরনে ছিল চিরচেনা গেরুয়া পোশাক। এ সময় ভক্তরা প্রচণ্ড গরম উপেক্ষা করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে একে একে তাঁদের গুরুকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। ভক্তদের সারি কয়েক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ ছিল। আশ্রমের বাইরে অপেক্ষারত অগণিত ভক্তর জন্য চারটি বড় পর্দায় শেষকৃত্য অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। সাঁই বাবাকে তাঁর মূল আশ্রমের ঘোষণা মঞ্চের নিচে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।
শেষকৃত্য অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা এল কে আদভানি, ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকারসহ শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
হিন্দুধর্মাবলম্বীদের মৃত্যুর পর দাহ করার নিয়ম থাকলেও সাঁই বাবাকে হিন্দু ধার্মিক পুরুষদের নিয়মে সমাহিত করা হয়।
ভক্তদের শেষ দর্শনের জন্য সাঁই বাবার মরদেহ একটি স্বচ্ছ কাচের বাক্সে রাখা হয়। তাঁর পরনে ছিল চিরচেনা গেরুয়া পোশাক। এ সময় ভক্তরা প্রচণ্ড গরম উপেক্ষা করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে একে একে তাঁদের গুরুকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। ভক্তদের সারি কয়েক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ ছিল। আশ্রমের বাইরে অপেক্ষারত অগণিত ভক্তর জন্য চারটি বড় পর্দায় শেষকৃত্য অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। সাঁই বাবাকে তাঁর মূল আশ্রমের ঘোষণা মঞ্চের নিচে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।
শেষকৃত্য অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা এল কে আদভানি, ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকারসহ শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
No comments