যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন প্যানেট্টা
যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন সিআইএর পরিচালক লিওন প্যানেট্টা। তাঁর স্থলাভিষিক্ত হবেন আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর প্রধান জেনারেল ডেভিড পেট্রাউস। গতকাল বুধবার এবিসি ও এনবিসি টেলিভিশনের খবরে এ তথ্য জানানো হয়।
টেলিভিশন দুটির খবরে বলা হয়েছে, এ মাসের শেষের দিকে প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস পদত্যাগ করবেন বলে পরিকল্পনা রয়েছে। প্যানেট্টা তাঁর স্থলাভিষিক্ত হবেন। আর পেট্রাউসের স্থলাভিষিক্ত হবেন লে. জেনারেল জন অ্যালেন। তিনি বর্তমানে আফগানিস্তানে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের উপপ্রধানের দায়িত্বে রয়েছেন।
প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কূটনীতিক রায়ান ক্রোকারকে নিয়োগ দেবেন। বর্তমান রাষ্ট্রদূত কার্ল এইকেনবেরির স্থলাভিষিক্ত হবেন তিনি।
টেলিভিশন দুটির খবরে বলা হয়েছে, এ মাসের শেষের দিকে প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস পদত্যাগ করবেন বলে পরিকল্পনা রয়েছে। প্যানেট্টা তাঁর স্থলাভিষিক্ত হবেন। আর পেট্রাউসের স্থলাভিষিক্ত হবেন লে. জেনারেল জন অ্যালেন। তিনি বর্তমানে আফগানিস্তানে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের উপপ্রধানের দায়িত্বে রয়েছেন।
প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কূটনীতিক রায়ান ক্রোকারকে নিয়োগ দেবেন। বর্তমান রাষ্ট্রদূত কার্ল এইকেনবেরির স্থলাভিষিক্ত হবেন তিনি।
No comments