ইরাকের বসরায় সরকারবিরোধী বিক্ষোভ
তিউনিসিয়া ও মিসরের সফল গণ-অভ্যুত্থানের ঢেউ এবার লেগেছে ইরাকে। প্রাদেশিক সরকারের পদত্যাগের দাবিতে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বসরায় গতকাল শুক্রবার বিক্ষোভ হয়েছে।
গত বৃহস্পতিবার কুর্দিস্তানে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুজন নিহত ও ৪৭ জন আহত হওয়ার এক দিনের মাথায় বসরায় এই বিক্ষোভ হলো।
ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগর বসরার রাস্তায় গতকাল প্রায় এক হাজার লোক নেমে আসে। তারা সরকারি পরিষেবা, কর্মসংস্থানের সুযোগ ও পেনশন বৃদ্ধির দাবি জানায়।
বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার জন্য তারা প্রাদেশিক সরকারের পদত্যাগও দাবি করে। বিক্ষোভকারীরা সরকারবিরোধী স্লোগান দিলেও সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকে।
কাসিব জব্বার নামের এক বিক্ষোভকারী সাংবাদিকদের বলেন, ‘আমরা খুব কষ্টে জীবন যাপন করছি। এখানে বিদ্যুৎ নেই। রাস্তাগুলো ভাঙাচোরা ও ধুলায় ধূসরিত। আমাদের এখন পরিবর্তন দরকার। এই পরিস্থিতিতে আমরা ঘরে বসে থাকতে পারি না।’
এর আগে গত বৃহস্পতিবার রাজনৈতিক সংস্কারের দাবিতে কুর্দিস্তানের সুলায়মানিয়া শহরে বিক্ষোভ হয়।
এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ওপর গুলি বর্ষণ করলে দুজন নিহত ও ৪৭ জন আহত হয়। এ নিয়ে চলতি সপ্তাহে ইরাকের বিভিন্ন স্থানে সরকারবিরোধী বিক্ষোভে কমপক্ষে পাঁচজন নিহত হলো।
গত বৃহস্পতিবার কুর্দিস্তানে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুজন নিহত ও ৪৭ জন আহত হওয়ার এক দিনের মাথায় বসরায় এই বিক্ষোভ হলো।
ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগর বসরার রাস্তায় গতকাল প্রায় এক হাজার লোক নেমে আসে। তারা সরকারি পরিষেবা, কর্মসংস্থানের সুযোগ ও পেনশন বৃদ্ধির দাবি জানায়।
বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার জন্য তারা প্রাদেশিক সরকারের পদত্যাগও দাবি করে। বিক্ষোভকারীরা সরকারবিরোধী স্লোগান দিলেও সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকে।
কাসিব জব্বার নামের এক বিক্ষোভকারী সাংবাদিকদের বলেন, ‘আমরা খুব কষ্টে জীবন যাপন করছি। এখানে বিদ্যুৎ নেই। রাস্তাগুলো ভাঙাচোরা ও ধুলায় ধূসরিত। আমাদের এখন পরিবর্তন দরকার। এই পরিস্থিতিতে আমরা ঘরে বসে থাকতে পারি না।’
এর আগে গত বৃহস্পতিবার রাজনৈতিক সংস্কারের দাবিতে কুর্দিস্তানের সুলায়মানিয়া শহরে বিক্ষোভ হয়।
এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ওপর গুলি বর্ষণ করলে দুজন নিহত ও ৪৭ জন আহত হয়। এ নিয়ে চলতি সপ্তাহে ইরাকের বিভিন্ন স্থানে সরকারবিরোধী বিক্ষোভে কমপক্ষে পাঁচজন নিহত হলো।
No comments