বড়দিন আলাদাভাবে উদ্যাপন করলেন উইলিয়াম ও কেট
ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও তাঁর বাগদত্তা কেট মিডলটন বাগদানের পর প্রথম বড়দিন আলাদাভাবে উদ্যাপন করেছেন। বড়দিনে উইলিয়াম তাঁর কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। আর কেট তাঁর বাবা-মা ভাই-বোনের সঙ্গে গ্রামের বাড়িতে বড়দিনের উৎসব উদ্যাপন করেন। সানডে এক্সপ্রেস-এর এক গতকাল রোববার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, সামরিক হেলিকপ্টারের পাইলট প্রিন্স উইলিয়াম বড়দিন উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে যোগ দেওয়ার আগে কর্মস্থলে ছিলেন। ওই দিন অ্যাংগ্লেসি ঘাঁটিতে রাজকীয় বিমানবাহিনীর ক্যান্টিনে সহকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেন তিনি। ব্রিটেনের ঐতিহ্য অনুযায়ী অবিবাহিত কর্মকর্তাদের বড়দিনের ছুটিতেও দায়িত্ব পালন করতে হয়।
এদিকে লন্ডনের প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে বাকলবারিতে নিজ গ্রামে বাবা-মা ও ভাই-বোনের সঙ্গে বড়দিন উদ্যাপন করেন কেট।
ব্রিটেনের সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও তাঁর প্রেমিকা কেট মিডলটনের বাগদান গত অক্টোবরে অনুষ্ঠিত হয়। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আগামী বছর ২৯ এপ্রিল তাঁদের বিয়ের অনুষ্ঠান হবে।
পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, সামরিক হেলিকপ্টারের পাইলট প্রিন্স উইলিয়াম বড়দিন উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে যোগ দেওয়ার আগে কর্মস্থলে ছিলেন। ওই দিন অ্যাংগ্লেসি ঘাঁটিতে রাজকীয় বিমানবাহিনীর ক্যান্টিনে সহকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেন তিনি। ব্রিটেনের ঐতিহ্য অনুযায়ী অবিবাহিত কর্মকর্তাদের বড়দিনের ছুটিতেও দায়িত্ব পালন করতে হয়।
এদিকে লন্ডনের প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে বাকলবারিতে নিজ গ্রামে বাবা-মা ও ভাই-বোনের সঙ্গে বড়দিন উদ্যাপন করেন কেট।
ব্রিটেনের সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও তাঁর প্রেমিকা কেট মিডলটনের বাগদান গত অক্টোবরে অনুষ্ঠিত হয়। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আগামী বছর ২৯ এপ্রিল তাঁদের বিয়ের অনুষ্ঠান হবে।
No comments