বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বাংলাদেশ-ভারত চুক্তি জানুয়ারিতে
খুলনায় প্রস্তাবিত কয়লা-চালিত বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ শুরু করতে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি যৌথ মালিকানা চুক্তি (জেভিএ) স্বাক্ষরিত হবে জানুয়ারিতে। এ বিদ্যুৎকেন্দ্রটি থেকে এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান এ এস এম আলমগীর কবীর বলেন, ‘প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ শুরু করতে পাঁচ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল আজ সোমবার ঢাকা আসবে। তবে জেভিএ চুক্তিটি হবে জানুয়ারিতে। এ এস এম আলমগীর এ ব্যাপারে ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে গত শনিবার নয়াদিল্লি থেকে দেশে ফিরেছেন।’
আলমগীর কবীর বলেন, জেভিসিতে দুটি প্রধান পদ থাকবে। একটি চেয়ারম্যান ও অপরটি ব্যবস্থাপনা পরিচালক। প্রতি আট বছর পর পদ পরিবর্তন করা হবে। তিনি জানান, কয়লা-চালিত বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের সময় বাংলাদেশ চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে এবং এটা সম্পন্ন হতে চার থেকে পাঁচ বছর সময় লাগবে। সম-অংশীদারির ভিত্তির এ বিদ্যুৎকেন্দ্রটি দুই ইউনিট বিশিষ্ট হবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান এ এস এম আলমগীর কবীর বলেন, ‘প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ শুরু করতে পাঁচ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল আজ সোমবার ঢাকা আসবে। তবে জেভিএ চুক্তিটি হবে জানুয়ারিতে। এ এস এম আলমগীর এ ব্যাপারে ভারতীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে গত শনিবার নয়াদিল্লি থেকে দেশে ফিরেছেন।’
আলমগীর কবীর বলেন, জেভিসিতে দুটি প্রধান পদ থাকবে। একটি চেয়ারম্যান ও অপরটি ব্যবস্থাপনা পরিচালক। প্রতি আট বছর পর পদ পরিবর্তন করা হবে। তিনি জানান, কয়লা-চালিত বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের সময় বাংলাদেশ চেয়ারম্যানের দায়িত্ব পালন করবে এবং এটা সম্পন্ন হতে চার থেকে পাঁচ বছর সময় লাগবে। সম-অংশীদারির ভিত্তির এ বিদ্যুৎকেন্দ্রটি দুই ইউনিট বিশিষ্ট হবে।
No comments