বাজপেয়িকে ভারতরত্ন দেওয়ার দাবি বিজেপির
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ নেতা অটল বিহারি বাজপেয়িকে ভারতের সর্বোচ্চ বেসরকারি সম্মান ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি জানিয়েছেন দলটির নেতারা। গত শনিবার ছিল বাজপেয়ির ৮৭তম জন্মদিনে তারা এ দাবি জানান।
এদিন সকালে দিল্লিতে বাজপেয়ির বাসভবনে উপস্থিত হন বিজেপির শীর্ষ নেতাসহ দলীয় কর্মীরা। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংও তাঁকে শুভেচ্ছা জানান এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেন।
বিজেপির সাবেক সভাপতি রাজনাথ সিং বাজপেয়ির জন্মদিনে তাঁকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, ৫৪ বছর ধরে রাজনৈতিক অঙ্গনে অবদান রাখার জন্যই তিনি এই সম্মান পাওয়ার অধিকারী।
১৯২৪ সালের ২৫ ডিসেম্বর মধ্য প্রদেশের গোয়ালিয়রে বাজপেয়ির জন্ম। চিরকুমার বাজপেয়ি প্রথম সাংসদ নির্বাচিত হন ১৯৫৭ সালে।
এদিন সকালে দিল্লিতে বাজপেয়ির বাসভবনে উপস্থিত হন বিজেপির শীর্ষ নেতাসহ দলীয় কর্মীরা। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংও তাঁকে শুভেচ্ছা জানান এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেন।
বিজেপির সাবেক সভাপতি রাজনাথ সিং বাজপেয়ির জন্মদিনে তাঁকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, ৫৪ বছর ধরে রাজনৈতিক অঙ্গনে অবদান রাখার জন্যই তিনি এই সম্মান পাওয়ার অধিকারী।
১৯২৪ সালের ২৫ ডিসেম্বর মধ্য প্রদেশের গোয়ালিয়রে বাজপেয়ির জন্ম। চিরকুমার বাজপেয়ি প্রথম সাংসদ নির্বাচিত হন ১৯৫৭ সালে।
No comments