সৌদি আরবে নারীদের জন্য কল সেন্টার
সৌদি আরবে এই প্রথম কেবল নারীদের জন্য টেলিফোন কল সেন্টার চালু করা হয়েছে। সেখানে নারীরা কাজ করছেন। ক্যানো ট্রাভেল নামে একটি প্রতিষ্ঠান এ উদ্যোগ নিয়েছে। আরব নিউজের বরাত দিয়ে সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
মধ্যপ্রাচ্যে শীর্ষস্থানীয় ট্রাভেল কোম্পানি ক্যানো ট্রাভেলের পরিচালক আলী আবদুল্লাহ ক্যানো জানিয়েছেন, টেলিফোনসেবা দিতে ২০ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গ্রাহকেরা ইতিমধ্যে ওই কল সেন্টারের সেবায় মুগ্ধ। এতে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
সৌদি আরবের মোট লোকসংখ্যা এক কোটি ৮৫ লাখ। তাদের মধ্যে অন্তত ৯০ লাখই নারী। দেশটিতে দীর্ঘদিন ধরে নারীদের কেবল মেয়েদের স্কুলে পড়ানোর অনুমতি ছিল। সম্প্রতি নারীদের চিকিৎসাসহ কয়েকটি পেশায় কাজ করার অনুমতি দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যে শীর্ষস্থানীয় ট্রাভেল কোম্পানি ক্যানো ট্রাভেলের পরিচালক আলী আবদুল্লাহ ক্যানো জানিয়েছেন, টেলিফোনসেবা দিতে ২০ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গ্রাহকেরা ইতিমধ্যে ওই কল সেন্টারের সেবায় মুগ্ধ। এতে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
সৌদি আরবের মোট লোকসংখ্যা এক কোটি ৮৫ লাখ। তাদের মধ্যে অন্তত ৯০ লাখই নারী। দেশটিতে দীর্ঘদিন ধরে নারীদের কেবল মেয়েদের স্কুলে পড়ানোর অনুমতি ছিল। সম্প্রতি নারীদের চিকিৎসাসহ কয়েকটি পেশায় কাজ করার অনুমতি দেওয়া হয়েছে।
No comments