পাকিস্তানের আইপিএল-প্রত্যাশা
আইপিএলের গত দুই আসরে খেলতে পারেননি পাকিস্তানি কোনো ক্রিকেটার। এবারও খেলার সম্ভাবনা নেই। কারণ, নিলামে কোনো পাকিস্তানি ক্রিকেটারের নাম নেই। ক্রিকেটের বেশির ভাগ তারকা যখন মিলিয়ন ডলারের এই টুর্নামেন্টে খেলে বেশ কামিয়ে নিচ্ছেন, শহীদ আফ্রিদিদের মতো তারকারা স্রেফ দর্শক হয়ে বসে থাকছেন।
এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অবশ্য একটি উদ্যোগ নিয়েছে। ২০১১ আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের নিতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) চিঠি দিয়েছে পিসিবি। পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সুবহান আহমেদ জানিয়েছেন, ‘আমরা ভারতীয় বোর্ডকে লিখিতভাবে জানিয়েছি, আইপিএলে আমাদের কোনো খেলোয়াড়কে নেওয়া হলে তাঁকে আমরা অনাপত্তিপত্র দিয়ে দেব। আমরা চাই পাকিস্তানি ক্রিকেটাররা এখানে খেলুক। এটাই আমাদের অবস্থান। তবে এ ব্যাপারে ভারতীয় বোর্ডের সঙ্গেও কথা বলতে হবে।’
২০০৮ সালে মুম্বাই হামলার পর থেকে দুই দেশের সম্পর্কের আরও অবনতি হয়। তখন থেকে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় ক্রিকেটীয় সম্পর্কও ছিন্ন করে ভারত। ক্রিকেটারদের খেলার ছাড়পত্র পাওয়া নিয়ে শঙ্কায় থাকায় আইপিএলের প্রথম আসরে খেলা ১১ পাকিস্তানি ক্রিকেটারকে ছেড়ে দেয় তাদের দলগুলো।
দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি না হওয়ায় এবারের নিলামেও কোনো পাকিস্তানি খেলোয়াড়ের নাম ওঠেনি। তবে পিসিবি দেরিতে হলেও একটা কূটনৈতিক প্রচেষ্টা শুরু করল। যদিও শুধু এক বোর্ডের অনাপত্তিই যথেষ্ট নয়। ভারতীয় ক্রিকেট বোর্ডকেও দিতে হবে ছাড়পত্র। তাহলেই অংশ নিতে পারবেন আফ্রিদিরা। বিসিসিআই অবশ্য এ ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অবশ্য একটি উদ্যোগ নিয়েছে। ২০১১ আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের নিতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) চিঠি দিয়েছে পিসিবি। পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সুবহান আহমেদ জানিয়েছেন, ‘আমরা ভারতীয় বোর্ডকে লিখিতভাবে জানিয়েছি, আইপিএলে আমাদের কোনো খেলোয়াড়কে নেওয়া হলে তাঁকে আমরা অনাপত্তিপত্র দিয়ে দেব। আমরা চাই পাকিস্তানি ক্রিকেটাররা এখানে খেলুক। এটাই আমাদের অবস্থান। তবে এ ব্যাপারে ভারতীয় বোর্ডের সঙ্গেও কথা বলতে হবে।’
২০০৮ সালে মুম্বাই হামলার পর থেকে দুই দেশের সম্পর্কের আরও অবনতি হয়। তখন থেকে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় ক্রিকেটীয় সম্পর্কও ছিন্ন করে ভারত। ক্রিকেটারদের খেলার ছাড়পত্র পাওয়া নিয়ে শঙ্কায় থাকায় আইপিএলের প্রথম আসরে খেলা ১১ পাকিস্তানি ক্রিকেটারকে ছেড়ে দেয় তাদের দলগুলো।
দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি না হওয়ায় এবারের নিলামেও কোনো পাকিস্তানি খেলোয়াড়ের নাম ওঠেনি। তবে পিসিবি দেরিতে হলেও একটা কূটনৈতিক প্রচেষ্টা শুরু করল। যদিও শুধু এক বোর্ডের অনাপত্তিই যথেষ্ট নয়। ভারতীয় ক্রিকেট বোর্ডকেও দিতে হবে ছাড়পত্র। তাহলেই অংশ নিতে পারবেন আফ্রিদিরা। বিসিসিআই অবশ্য এ ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
No comments