নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান
শত্রুর গতিবিধির ওপর নজরদারির লক্ষ্যে কয়েক মাসের মধ্যে ‘ফজ্র’ নামে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান। গতকাল শনিবার প্রতিরক্ষামন্ত্রী আহমাদ ভাহিদির বরাত দিয়ে প্রকাশিত ইরানি বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে এ কথা বলা হয়।ভাহিদি বলেন, একই সময় ইরান মহাশূন্যে রাসাদ-১ (পর্যবেক্ষণ) নামে আরেকটি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে।প্রতিরক্ষামন্ত্রীর উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ‘ইরান বিভিন্ন স্যাটেলাইট তৈরি করছে। ইরানি বছরের (মার্চ, ২০১১) শেষ নাগাদ ফজ্র ও রাসাদ উৎক্ষেপণ করা হবে। ফজ্র চলবে সৌরশক্তিতে।
No comments