ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি ইকুয়েডরের
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইকুয়েডর। দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতিপত্রে সই করেন। এর আগে বলিভিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দেয়।ইকুয়েডরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইকুয়েডরের সরকার ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনি জনগণের দীর্ঘদিনের ন্যায্য দাবির প্রতি সম্মান জানিয়ে এ স্বীকৃতি দেওয়া হলো। ইকুয়েডর মনে করে, এতে ফিলিস্তিনের সংকট নিরসন হবে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে। মন্ত্রণালয় সূত্র আরও জানিয়েছে, ইকুয়েডরের এ আনুষ্ঠানিক স্বীকৃতিপত্র ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও জাতিসংঘে ফিলিস্তিনি প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।এ মাসের শুরুর দিকে ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়।
বিবৃতিতে আরও বলা হয়, একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনি জনগণের দীর্ঘদিনের ন্যায্য দাবির প্রতি সম্মান জানিয়ে এ স্বীকৃতি দেওয়া হলো। ইকুয়েডর মনে করে, এতে ফিলিস্তিনের সংকট নিরসন হবে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসবে। মন্ত্রণালয় সূত্র আরও জানিয়েছে, ইকুয়েডরের এ আনুষ্ঠানিক স্বীকৃতিপত্র ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও জাতিসংঘে ফিলিস্তিনি প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।এ মাসের শুরুর দিকে ব্রাজিল, আর্জেন্টিনা ও উরুগুয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়।
No comments