সাজা কমানো হলো চেন শুই বিয়ানের
দুর্নীতির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত তাইওয়ানের সাবেক প্রেসিডেন্ট চেন শুই-বিয়ানের সাজার মেয়াদ এক বছর কমিয়ে ১১ বছর করা হয়েছে। তাইওয়ানের সুপ্রিম কোর্ট গতকাল বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, একই মামলায় চেনের স্ত্রীর সাজার মেয়াদও কমিয়ে১১ বছর করা হয়। এই মামলায় চেন দম্পতিকে এর আগে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এ ছাড়া তাঁদের প্রত্যেককে ৪৯ লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।
সরকারি কৌঁসুলি সূত্রে জানা গেছে, চেন ক্ষমতায় থাকার সময় একটি ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে অনৈতিক চুক্তির বিনিময়ে এক কোটি ২০ লাখ ডলার উৎকোচ নেন।
আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, একই মামলায় চেনের স্ত্রীর সাজার মেয়াদও কমিয়ে১১ বছর করা হয়। এই মামলায় চেন দম্পতিকে এর আগে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এ ছাড়া তাঁদের প্রত্যেককে ৪৯ লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।
সরকারি কৌঁসুলি সূত্রে জানা গেছে, চেন ক্ষমতায় থাকার সময় একটি ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে অনৈতিক চুক্তির বিনিময়ে এক কোটি ২০ লাখ ডলার উৎকোচ নেন।
No comments