ত্বকের কোষ রক্তে রূপান্তরের পদ্ধতি উদ্ভাবনের দাবি
কানাডার একদল স্টেম সেল গবেষক দাবি করেছে, ত্বকের কোষকে রক্তে রূপান্তরের পদ্ধতি উদ্ভাবন করেছে তারা। চলতি সপ্তাহে বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচার-এ প্রকাশিত একটি গবেষণাপত্রে এ দাবি করা হয়। নতুন এই পদ্ধতিতে বিজ্ঞানীরা স্টেম সেল ব্যবহার না করে ব্যক্তির ত্বকের কোষকে রক্তে পরিণত করেছেন।
বিজ্ঞানীরা দাবি করেছেন, যেহেতু শরীরে রক্ত তৈরি করার তুলনামূলক সহজ প্রক্রিয়া এটি, তাই এই উদ্ভাবন বড় ধরনের সাফল্য হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। কারণ পদ্ধতিটি ঠিকঠাক কাজ করলে, ভবিষ্যতে প্রত্যেক মানুষ প্রয়োজনের সময় নিজের দেহ থেকেই অতিরিক্ত রক্তের সরবরাহ পাবে।
গবেষক দলটি জানিয়েছে, তাদের হিসাব অনুযায়ী, ৪ বাই ৩ সেন্টিমিটার আকারের এক টুকরো চামড়া থেকে যে পরিমাণ রক্ত তৈরি করা যাবে, তা দিয়ে একটি ‘ব্লাড ট্রান্সফিউশন’ (একজনের শরীর থেকে অন্যের শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া) করা সম্ভব।
এই গবেষণায় অর্থায়ন করছে কানাডিয়ান ইনস্টিটিউট অব হেলথ রিসার্চ অ্যান্ড ইনোভেশন, কানাডিয়ান ক্যানসার সোসাইটি রিসার্চ ইনস্টিটিউট, স্টেম সেল নেটওয়ার্ক ও অনটারিও মিনিস্ট্রি অব রিসার্চ অ্যান্ড ইনোভেশন।
বিজ্ঞানীরা দাবি করেছেন, যেহেতু শরীরে রক্ত তৈরি করার তুলনামূলক সহজ প্রক্রিয়া এটি, তাই এই উদ্ভাবন বড় ধরনের সাফল্য হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। কারণ পদ্ধতিটি ঠিকঠাক কাজ করলে, ভবিষ্যতে প্রত্যেক মানুষ প্রয়োজনের সময় নিজের দেহ থেকেই অতিরিক্ত রক্তের সরবরাহ পাবে।
গবেষক দলটি জানিয়েছে, তাদের হিসাব অনুযায়ী, ৪ বাই ৩ সেন্টিমিটার আকারের এক টুকরো চামড়া থেকে যে পরিমাণ রক্ত তৈরি করা যাবে, তা দিয়ে একটি ‘ব্লাড ট্রান্সফিউশন’ (একজনের শরীর থেকে অন্যের শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া) করা সম্ভব।
এই গবেষণায় অর্থায়ন করছে কানাডিয়ান ইনস্টিটিউট অব হেলথ রিসার্চ অ্যান্ড ইনোভেশন, কানাডিয়ান ক্যানসার সোসাইটি রিসার্চ ইনস্টিটিউট, স্টেম সেল নেটওয়ার্ক ও অনটারিও মিনিস্ট্রি অব রিসার্চ অ্যান্ড ইনোভেশন।
No comments