প্রথম টেস্টেই খেলছেন ক্লার্ক
কিছুটা শঙ্কা ছিল মাইকেল ক্লার্ককে নিয়ে। ইনজুরিতে থাকা অস্ট্রেলিয়ার এই সহ-অধিনায়ক খেলতে পারবেন কি না, এ নিয়ে। তবে সব শঙ্কা কাটিয়ে কাল বৃহস্পতিবারই মাঠে নামছেন তিনি। ব্রিসবেনে অনুষ্ঠেয় প্রথম টেস্টের ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মাইকেল ক্লার্ক।
অ্যাশেজ লড়াইয়ের কথা মাথায় রেখে ঝুঁকি নিয়ে মাইকেল ক্লার্ককে মাঠে নামানো হচ্ছে কি না প্রশ্নে অধিনায়ক রিকি পন্টিং বিবিসিকে বলেন, ‘এখানে কোনোভাবেই ঝুঁকির বিষয়টি জড়িত নেই। গত কয়েক দিনে দ্রুত উন্নতি হয়েছে ক্লার্কের। ব্যাটিং, ফিল্ডিং কোনো দিকেই সমস্যা হচ্ছে না তাঁর।’ এরপর পন্টিং যোগ করেন, ‘অ্যাশেজ এমন একটা লড়াই, যেখানে কাউকে ঝুঁকির মধ্যে রাখা দলের জন্য বিপজ্জনক। কেউ দলের বাইরে চলে যাক, এমনটা চাই না আমরা। এর জন্য নেটে যত বেশি সম্ভব ব্যাটিং করানো হয়েছে ক্লার্ককে।’
অ্যাশেজ লড়াইয়ের কথা মাথায় রেখে ঝুঁকি নিয়ে মাইকেল ক্লার্ককে মাঠে নামানো হচ্ছে কি না প্রশ্নে অধিনায়ক রিকি পন্টিং বিবিসিকে বলেন, ‘এখানে কোনোভাবেই ঝুঁকির বিষয়টি জড়িত নেই। গত কয়েক দিনে দ্রুত উন্নতি হয়েছে ক্লার্কের। ব্যাটিং, ফিল্ডিং কোনো দিকেই সমস্যা হচ্ছে না তাঁর।’ এরপর পন্টিং যোগ করেন, ‘অ্যাশেজ এমন একটা লড়াই, যেখানে কাউকে ঝুঁকির মধ্যে রাখা দলের জন্য বিপজ্জনক। কেউ দলের বাইরে চলে যাক, এমনটা চাই না আমরা। এর জন্য নেটে যত বেশি সম্ভব ব্যাটিং করানো হয়েছে ক্লার্ককে।’
No comments