উজেবেকিস্তান দলে আরেক ডোপপাপী!
এশিয়ান গেমসকে আরেক দফা কলঙ্কিত করলো উজবেকিস্তান। গত শুক্রবার দেশটির একজন অ্যাথলেট ডোপ টেস্টে উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছিলেন। এশিয়ার অলিম্পিক কাউন্সিল আজ বুধবার জানিয়েছে, ডোপ টেস্টে উজবেকিস্তানের আরও একজন অ্যাথলেট উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন!
অলিম্পিক কাউন্সিলের মেডিকেল কমিটির চেয়ারম্যান গুয়াংজুতে সাংবাদিকদের বলেন, ‘গতকাল ২৩ নভেম্বর পর্যন্ত আমরা মোট এক হাজার ১৬২টি টেস্টে করেছি। ফলাফল পেয়েছি এক হাজার ৯০টির। এর মধ্যে অন্তত দুজন অ্যাথলেট ডোপ পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন।’ মেডিকেল কমিটির চেয়ারম্যানের বক্তব্যে স্পষ্ট, এ পর্যন্ত এশিয়ান গেমসে যে দুজন অ্যাথলেট ডোপ টেস্টে উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন, তাঁরা দুজনেই উজবেকিস্তানের।
অলিম্পিক কাউন্সিলের মেডিকেল কমিটির চেয়ারম্যান গুয়াংজুতে সাংবাদিকদের বলেন, ‘গতকাল ২৩ নভেম্বর পর্যন্ত আমরা মোট এক হাজার ১৬২টি টেস্টে করেছি। ফলাফল পেয়েছি এক হাজার ৯০টির। এর মধ্যে অন্তত দুজন অ্যাথলেট ডোপ পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন।’ মেডিকেল কমিটির চেয়ারম্যানের বক্তব্যে স্পষ্ট, এ পর্যন্ত এশিয়ান গেমসে যে দুজন অ্যাথলেট ডোপ টেস্টে উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন, তাঁরা দুজনেই উজবেকিস্তানের।
No comments