কাকার জন্য কান্না নয়
কাকা নেই, রিয়াল মাদ্রিদের এখন কী হবে? মাদ্রিদের পত্রপত্রিকাগুলোয় এমন হাহাকার। কাকাকে প্রায় চার মাস মাঠের বাইরে থাকতে হবে শুনেই উঠেছে হায় হায় রব। কিন্তু কাকাকে যাঁর সবচেয়ে বেশি প্রয়োজন, রিয়াল মাদ্রিদের নতুন কোচ সেই হোসে মরিনহোর এ নিয়ে কোনো ভাবান্তর নেই। তিনি বরং বললেন, কাকার জন্য হাহাকার করার সময় তাঁর নেই।
প্রাক-মৌসুম প্রস্তুতির জন্য যুক্তরাষ্ট্র সফরে রয়েছে রিয়াল মাদ্রিদ। দলের সঙ্গে গিয়েছিলেন কাকাও। কিন্তু পুরোনো চোট সামনে এসে দাঁড়ানোয় কাকাকে যুক্তরাষ্ট্র থেকে উড়াল দিতে হয়েছে বেলজিয়ামে। সেখানে বাঁ-হাঁটুর অস্ত্রোপচার করা হয়েছে তাঁর। এখন কেমন আছেন তিনি? যুক্তরাষ্ট্রে এক সংবাদ সম্মেলনে কোচ মরিনহো জানালেন কাকার অবস্থার কথা, ‘কাকার অস্ত্রোপচার সফল হয়েছে। অস্ত্রোপচার নিয়ে কিংবা কাকার সেরে ওঠার বিষয়ে আর কোনো প্রশ্ন করবেন না।’
এ কেমন কথা? শিরোপা লড়াইয়ে নামার আগে রিয়াল মাদ্রিদ এত বড় একটা ধাক্কা খেল, চার মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হলো দলের অন্যতম সেরা খেলোয়াড়কে, আর এটা নিয়ে কোনো কথা হবে না? তাহলে কি অধিক শোকে পাথর হয়ে গেলেন মরিনহো!
মোটেই তা নয়। মরিনহোর আসলে শুধু একজনকে নিয়ে ভাবার সময় নেই, ‘দলের নেতা হয়ে আমি একজন খেলোয়াড়ের জন্য কেঁদে সময় নষ্ট করতে পারি না। আমার আরও খেলোয়াড় আছে। আমার দর্শনে কোনো কিছু নিয়ে আফসোস করা বা কান্নার জায়গা নেই।’
কাকার পুরোনো চোট আবিষ্কার হওয়ার পরই মরিনহো বলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, গঞ্জালো হিগুয়েইন আর করিম বেনজেমাই তাঁর ভরসার কেন্দ্র। রিয়ালের ভবিষ্যৎ দেখছেন এই তিনজনের হাতেই। কালও এই কথাই বললেন চেলসি ও ইন্টার মিলানের সাবেক কোচ, ‘ক্রিস্টিয়ানো রোনালদো আছে। আর আমরা অনুশীলনে শারীরিক যে কসরতটা করি, সেটা ও উপভোগ করছে। ধারণা করছি, আমার অনুশীলন-পদ্ধতি নিয়ে সে খুশি।’
এরপর দলের অনুশীলনের পদ্ধতির বর্ণনা দিয়েছেন মরিনহো, ‘আমরা সবকিছুর ওপরই কাজ করি। ফিটনেসের কাজের সঙ্গে মনস্তাত্ত্বিক কাজও করি আমরা। এতে খেলোয়াড়দের দৃঢ়তা বৃদ্ধি পায়। একটা উদাহরণ দিই। আমেরিকার (মেক্সিকান ক্লাব) বিপক্ষে ১-২ গোলে পিছিয়ে ছিলাম আমরা। ৬০ মিনিটে রোনালদোকে তুলে নেওয়ার কথা ভেবেছিলাম। কিন্তু ও দলকে জেতানোর জন্য আরও খেলতে চাইল। এটাই আপনাকে আমাদের দলের দৃঢ়তা সম্পর্কে একটা ধারণা দেবে।’ এই দর্শন তো আছেই। সামি খেদিরা ও পেদ্রো লিওনের মতো খেলোয়াড়দের দলে টেনে তূণে অনেক তীর জমিয়ে ফেলেছেন মরিনহো। কাকার জন্য তাই মাথাব্যথা হচ্ছে না ‘স্পেশাল ওয়ানের’।
তিনি অবিচলিতভাবে বলে দিতে পারলেন—কাকার জন্য কাঁদার সময় নেই!
প্রাক-মৌসুম প্রস্তুতির জন্য যুক্তরাষ্ট্র সফরে রয়েছে রিয়াল মাদ্রিদ। দলের সঙ্গে গিয়েছিলেন কাকাও। কিন্তু পুরোনো চোট সামনে এসে দাঁড়ানোয় কাকাকে যুক্তরাষ্ট্র থেকে উড়াল দিতে হয়েছে বেলজিয়ামে। সেখানে বাঁ-হাঁটুর অস্ত্রোপচার করা হয়েছে তাঁর। এখন কেমন আছেন তিনি? যুক্তরাষ্ট্রে এক সংবাদ সম্মেলনে কোচ মরিনহো জানালেন কাকার অবস্থার কথা, ‘কাকার অস্ত্রোপচার সফল হয়েছে। অস্ত্রোপচার নিয়ে কিংবা কাকার সেরে ওঠার বিষয়ে আর কোনো প্রশ্ন করবেন না।’
এ কেমন কথা? শিরোপা লড়াইয়ে নামার আগে রিয়াল মাদ্রিদ এত বড় একটা ধাক্কা খেল, চার মাসের জন্য মাঠের বাইরে চলে যেতে হলো দলের অন্যতম সেরা খেলোয়াড়কে, আর এটা নিয়ে কোনো কথা হবে না? তাহলে কি অধিক শোকে পাথর হয়ে গেলেন মরিনহো!
মোটেই তা নয়। মরিনহোর আসলে শুধু একজনকে নিয়ে ভাবার সময় নেই, ‘দলের নেতা হয়ে আমি একজন খেলোয়াড়ের জন্য কেঁদে সময় নষ্ট করতে পারি না। আমার আরও খেলোয়াড় আছে। আমার দর্শনে কোনো কিছু নিয়ে আফসোস করা বা কান্নার জায়গা নেই।’
কাকার পুরোনো চোট আবিষ্কার হওয়ার পরই মরিনহো বলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, গঞ্জালো হিগুয়েইন আর করিম বেনজেমাই তাঁর ভরসার কেন্দ্র। রিয়ালের ভবিষ্যৎ দেখছেন এই তিনজনের হাতেই। কালও এই কথাই বললেন চেলসি ও ইন্টার মিলানের সাবেক কোচ, ‘ক্রিস্টিয়ানো রোনালদো আছে। আর আমরা অনুশীলনে শারীরিক যে কসরতটা করি, সেটা ও উপভোগ করছে। ধারণা করছি, আমার অনুশীলন-পদ্ধতি নিয়ে সে খুশি।’
এরপর দলের অনুশীলনের পদ্ধতির বর্ণনা দিয়েছেন মরিনহো, ‘আমরা সবকিছুর ওপরই কাজ করি। ফিটনেসের কাজের সঙ্গে মনস্তাত্ত্বিক কাজও করি আমরা। এতে খেলোয়াড়দের দৃঢ়তা বৃদ্ধি পায়। একটা উদাহরণ দিই। আমেরিকার (মেক্সিকান ক্লাব) বিপক্ষে ১-২ গোলে পিছিয়ে ছিলাম আমরা। ৬০ মিনিটে রোনালদোকে তুলে নেওয়ার কথা ভেবেছিলাম। কিন্তু ও দলকে জেতানোর জন্য আরও খেলতে চাইল। এটাই আপনাকে আমাদের দলের দৃঢ়তা সম্পর্কে একটা ধারণা দেবে।’ এই দর্শন তো আছেই। সামি খেদিরা ও পেদ্রো লিওনের মতো খেলোয়াড়দের দলে টেনে তূণে অনেক তীর জমিয়ে ফেলেছেন মরিনহো। কাকার জন্য তাই মাথাব্যথা হচ্ছে না ‘স্পেশাল ওয়ানের’।
তিনি অবিচলিতভাবে বলে দিতে পারলেন—কাকার জন্য কাঁদার সময় নেই!
No comments