মুসলিম নারীরা বিচারপতি হতে পারবেন না
ভারতের উত্তর প্রদেশের দারুল উলুম দেওবন্দ নতুন এক ফতোয়া জারি করে বলেছে, মুসলিম নারীরা বিচারপতি হতে পারবেন না। এটা শরিয়তবিরোধী। দারুল উলুমের ওয়েবসাইটে দেওয়া ওই ফতোয়া নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে।
রাজধানী নয়াদিল্লির নারী আইনজীবী মুমতাজ আখতার সাংবাদিকদের বলেছেন, শিক্ষা ও অভিজ্ঞতার ভিত্তিতেই কারও যোগ্যতা বিচার করা উচিত, নারী বা পুরুষের বিবেচনায় নয়।
মুমতাজ আরও বলেন, একজন নারী বিচারপতি যেভাবে একজন নির্যাতিত মহিলার সমস্যা বুঝতে পারেন, একজন পুরুষ বিচারপতি সেভাবে পারেন না।
১৯৮৯ সালে কেরালার এম ফাতিমা বিবি ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মুসলিম নারী বিচারপতি হন। এরপর ২০০৬ সালে পাটনা হাইকোর্টের বিচারপতি হন সীমা আলি খান।
রাজধানী নয়াদিল্লির নারী আইনজীবী মুমতাজ আখতার সাংবাদিকদের বলেছেন, শিক্ষা ও অভিজ্ঞতার ভিত্তিতেই কারও যোগ্যতা বিচার করা উচিত, নারী বা পুরুষের বিবেচনায় নয়।
মুমতাজ আরও বলেন, একজন নারী বিচারপতি যেভাবে একজন নির্যাতিত মহিলার সমস্যা বুঝতে পারেন, একজন পুরুষ বিচারপতি সেভাবে পারেন না।
১৯৮৯ সালে কেরালার এম ফাতিমা বিবি ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মুসলিম নারী বিচারপতি হন। এরপর ২০০৬ সালে পাটনা হাইকোর্টের বিচারপতি হন সীমা আলি খান।
No comments