শেয়ারবাজারে সূচক বেড়েছে, লেনদেন গতকালকের চেয়ে কম
ঢাকা শেয়ারবাজারে (ডিএসই) আজ সোমবার সাধারণ সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। বেলা তিনটায় লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ মূল্যসূচক ১৯ দশমিক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৬২১ পয়েন্টে। তবে আজ গতকালের চেয়ে ৩৩ কোটি টাকা কম লেনদেন হয়েছে। আজ মোট দুই হাজার ১৫১ কোটি টাকার লেনদেন হয়।
আজ সোমবার শেয়ারবাজারে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। লেনদেন হওয়া মোট ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২৭টি প্রতিষ্ঠানের, কমেছে ১২১টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে মোট পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো তিতাস গ্যাস, সামিট অ্যালায়েন্স পোর্ট, বেক্সিমকো, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস ও প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।
দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো সাফকো স্পিনিং, অ্যাপেক্স স্পিনিং, আল-হাজ্জ টেক্সটাইল, বেক্সিমকো সিনথেটিকস ও কনফিডেন্স সিমেন্ট।
দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি হলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, চতুর্থ আইসিবি মিউচুয়াল ফান্ড, আরএন স্পিনিং মিলস, সাইহাম টেক্সটাইল ও রিলায়েন্স ইনস্যুরেন্স।
আজ সোমবার শেয়ারবাজারে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। লেনদেন হওয়া মোট ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২৭টি প্রতিষ্ঠানের, কমেছে ১২১টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে মোট পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো তিতাস গ্যাস, সামিট অ্যালায়েন্স পোর্ট, বেক্সিমকো, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস ও প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।
দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো সাফকো স্পিনিং, অ্যাপেক্স স্পিনিং, আল-হাজ্জ টেক্সটাইল, বেক্সিমকো সিনথেটিকস ও কনফিডেন্স সিমেন্ট।
দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি হলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, চতুর্থ আইসিবি মিউচুয়াল ফান্ড, আরএন স্পিনিং মিলস, সাইহাম টেক্সটাইল ও রিলায়েন্স ইনস্যুরেন্স।
No comments