‘ভালো’ হয়ে যাবেন রাইডার
জেসি রাইডারকে ‘ভালো’ হয়ে যাওয়ার আরও একটা সুযোগ দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। রাইডারও ঠিক করেছেন, আর মাথা গরম করবেন না। একদমই ‘ভালো মানুষটি’ হয়ে থাকবেন এখন থেকে।
কখনো মাতলামি করে পুলিশের হাতে ধরা পড়া, কখনো হোটেলে গিয়ে উচ্ছৃঙ্খল আচরণ—জেসি রাইডার মানেই এসব। সর্বশেষ ঘটনায় এনজেডসি কড়া ধমক দিয়েছে এই ক্রিকেটারকে। জরিমানা তো করা হয়েছেই, সঙ্গে চরমপত্র দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ভবিষ্যতে এ রকম উল্টাপাল্টা ঘটনার পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর পথে যাবে বোর্ড। এনজেডসির মহাব্যবস্থাপক জিওফ এলট বলেছেন, ‘এ ধরনের পরিস্থিতিতে যদি একই ঘটনা আবারও ঘটে, তাহলে হুমকির মধ্যে পড়ে যাবে তাঁর চুক্তি।’
ধমক খেয়ে আপাতদৃষ্টিতে হুঁশ হয়েছে বলেই মনে হচ্ছে রাইডারের। এনজডেসি যে এবারই তাঁর ব্যাপারে চরম কোনো সিদ্ধান্ত নেয়নি, সেজন্য নিজেকে ভাগ্যবান ভাবছেন ১১ টেস্টে দুটি সেঞ্চুরিসহ ৮৯৮ রানের মালিক। প্রতিজ্ঞা করেছেন নিজেকে শুধরে নেওয়ার, ‘এখন বুঝতে পারছি, মাথাটা ঠান্ডা রাখতে হবে।্রকঠোর অনুশীলন করে দলে ফেরাতে হবে নিজেকে। এটা একটা সতর্কবার্তা আমার জন্য। এখন থেকে ঘরেই থাকব। সব রকম ঝামেলা এড়িয়ে চলব, যাতে জনসম্মুখে কোনো বিবাদে না জড়াতে হয়। সঠিক পথে চলে আবার নিউজিল্যান্ড দলে ফেরার খুব ইচ্ছা আমার।’
ফিটনেস সমস্যায় বর্তমানে নিউজিল্যান্ড দলের বাইরে আছেন রাইডার। তবে বাংলাদেশেই ২০০৮ সালে টেস্ট অভিষিক্ত এই বাঁহাতি ব্যাটসম্যানের আশা, ফিট হয়ে ফিরবেন এবারের বাংলাদেশ সফরের দলে।
কখনো মাতলামি করে পুলিশের হাতে ধরা পড়া, কখনো হোটেলে গিয়ে উচ্ছৃঙ্খল আচরণ—জেসি রাইডার মানেই এসব। সর্বশেষ ঘটনায় এনজেডসি কড়া ধমক দিয়েছে এই ক্রিকেটারকে। জরিমানা তো করা হয়েছেই, সঙ্গে চরমপত্র দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ভবিষ্যতে এ রকম উল্টাপাল্টা ঘটনার পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর পথে যাবে বোর্ড। এনজেডসির মহাব্যবস্থাপক জিওফ এলট বলেছেন, ‘এ ধরনের পরিস্থিতিতে যদি একই ঘটনা আবারও ঘটে, তাহলে হুমকির মধ্যে পড়ে যাবে তাঁর চুক্তি।’
ধমক খেয়ে আপাতদৃষ্টিতে হুঁশ হয়েছে বলেই মনে হচ্ছে রাইডারের। এনজডেসি যে এবারই তাঁর ব্যাপারে চরম কোনো সিদ্ধান্ত নেয়নি, সেজন্য নিজেকে ভাগ্যবান ভাবছেন ১১ টেস্টে দুটি সেঞ্চুরিসহ ৮৯৮ রানের মালিক। প্রতিজ্ঞা করেছেন নিজেকে শুধরে নেওয়ার, ‘এখন বুঝতে পারছি, মাথাটা ঠান্ডা রাখতে হবে।্রকঠোর অনুশীলন করে দলে ফেরাতে হবে নিজেকে। এটা একটা সতর্কবার্তা আমার জন্য। এখন থেকে ঘরেই থাকব। সব রকম ঝামেলা এড়িয়ে চলব, যাতে জনসম্মুখে কোনো বিবাদে না জড়াতে হয়। সঠিক পথে চলে আবার নিউজিল্যান্ড দলে ফেরার খুব ইচ্ছা আমার।’
ফিটনেস সমস্যায় বর্তমানে নিউজিল্যান্ড দলের বাইরে আছেন রাইডার। তবে বাংলাদেশেই ২০০৮ সালে টেস্ট অভিষিক্ত এই বাঁহাতি ব্যাটসম্যানের আশা, ফিট হয়ে ফিরবেন এবারের বাংলাদেশ সফরের দলে।
No comments