আইসিসিকে কেবল টেস্ট ও টি-টোয়েন্টিতে মনোযোগ দিতে হবে: মার্টিন ক্রো
টি-টোয়েন্টি ক্রিকেটের বাণিজ্যিক ঝনঝনানি টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তাকে অনেকটাই ম্লান করে দেওয়ায় নতুন করে একে যুগোপযোগী করে তোলার তাগিদ অনুভব করছে আইসিসি। ক্রিকেটের ব্যাকরণ নামে পরিচিত এই টেস্ট ক্রিকেটকে দর্শকদের জন্য আরও আকর্ষণীয় করে তোলার জন্য আইসিসির প্রতি অনুরোধও জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সাবেক তারকা খেলোয়াড়েরা। অনেকেই টেস্ট ক্রিকেটকে বাঁচাতে দরকার হলে ৫০ ওভারের ক্রিকেটকে নির্বাসনে পাঠিয়ে দেওয়ারও পক্ষপাতি। এ দলে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও কিউই ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার মার্টিন ক্রোও। তিনি বলেছেন, ক্রিকেটের স্বার্থেই এ মুহূর্তে আইসিসিকে নির্দিষ্ট দুটি ফরম্যাটে ক্রিকেটকে নিয়ে আসতে হবে। আর টেস্টের পাশাপাশি তাঁর মতে ছোট ফরম্যাট হিসেবে থাকতে পারে কেবল টি-টোয়েন্টিই। মার্টিন ক্রো মনে করেন, টেস্ট ও টি-টোয়েন্টির পাশাপাশি আইসিসি যদি ওয়ানডে ক্রিকেটও চালাতে চায়, তাতে ক্রিকেটেরই ক্ষতি হবে। তিন স্পষ্ট ভাষাতেই বলেছেন, ‘আমার মনে হয়, তিন ধরনের ক্রিকেট চললে তা হবে দর্শক ও সংশ্লিষ্ট সবার জন্য অত্যন্ত বিভ্রান্তির।’
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর এক কথিকায় মার্টির ক্রো আরও বলেন, ‘বর্তমানে ওয়ানডে ক্রিকেটে চার ইনিংসের একটি পরীক্ষা-নিরীক্ষার সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু আমার মনে হয়, এমন কিছু করলে তা ক্রিকেটকে হাসি-তামাশার বস্তুতে পরিণত করবে। স্পন্সরশিপ বাজারকেও ক্ষতিগ্রস্ত করবে।’
মার্টিন ক্রো বলেন, এই সেদিন পর্যন্ত ক্রিকেটে দুটি ফরম্যাটে খেলা হয়েছে। টেস্ট ও ওয়ানডে। বর্তমানের পরিবর্তিত বিশ্বে ওয়ানডের জায়গায় টি-টোয়েন্টিকে টেস্ট ক্রিকেটের পাশাপাশি চালানো যেতে পারে। ওয়ানডে ক্রিকেটকে বিলুপ্ত করে দিলে টেস্ট ক্রিকেট টি-টোয়েন্টি ক্রিকেটের পাশাপাশি শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারবে।
এমসিসির ক্রিকেট কমিটির অন্যতম সদস্য মার্টিন ক্রো গত বছর আইসিসির কাছে টেস্ট ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে কিছু প্রস্তাবনা পেশ করেছিলেন। সেখানে ক্রো টেস্ট ক্রিকেটকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলার জন্য প্রতিবছর টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তাব দিয়েছিলেন।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর এক কথিকায় মার্টির ক্রো আরও বলেন, ‘বর্তমানে ওয়ানডে ক্রিকেটে চার ইনিংসের একটি পরীক্ষা-নিরীক্ষার সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু আমার মনে হয়, এমন কিছু করলে তা ক্রিকেটকে হাসি-তামাশার বস্তুতে পরিণত করবে। স্পন্সরশিপ বাজারকেও ক্ষতিগ্রস্ত করবে।’
মার্টিন ক্রো বলেন, এই সেদিন পর্যন্ত ক্রিকেটে দুটি ফরম্যাটে খেলা হয়েছে। টেস্ট ও ওয়ানডে। বর্তমানের পরিবর্তিত বিশ্বে ওয়ানডের জায়গায় টি-টোয়েন্টিকে টেস্ট ক্রিকেটের পাশাপাশি চালানো যেতে পারে। ওয়ানডে ক্রিকেটকে বিলুপ্ত করে দিলে টেস্ট ক্রিকেট টি-টোয়েন্টি ক্রিকেটের পাশাপাশি শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারবে।
এমসিসির ক্রিকেট কমিটির অন্যতম সদস্য মার্টিন ক্রো গত বছর আইসিসির কাছে টেস্ট ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে কিছু প্রস্তাবনা পেশ করেছিলেন। সেখানে ক্রো টেস্ট ক্রিকেটকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলার জন্য প্রতিবছর টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তাব দিয়েছিলেন।
No comments