ভালোই করছেন সাকিব
মাঝে একটা ম্যাচে বলার মতো কিছু করতে পারেননি। গ্ল্যামরগনের বিপক্ষে ম্যাচে আবার নিজেকে মোটামুটি ফিরে পেয়েছেন সাকিব আল হাসান। বল হাতে প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে করেছিলেন ৪৭ রান। দ্বিতীয় ইনিংসেও বোলিংয়ে ভালো করছেন বাংলাদেশের সদ্য সাবেক অধিনায়ক।
‘কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টু’-এর খেলায় গ্ল্যামরগনের মাঠেই স্বাগতিকদের সঙ্গে চার দিনের ম্যাচ খেলছে সাকিবের দল উস্টারশায়ার। ৬ উইকেটে ২৮১ রান নিয়ে কাল তৃতীয় দিন শুরু করেছিল উস্টার। গ্ল্যামরগনের প্রথম ইনিংসের চেয়ে ১৯ রান পেছনে থেকে ৩৫০ রানে অলআউট হয় তারা।
কালকের খেলা শেষ হওয়ার সময় পর্যন্ত ৬ উইকেটে ৩৫৫ রান তুলেছে গ্ল্যামরগন। এর মধ্যে ম্যাট ম্যাসন নিয়েছেন ৩ উইকেট এবং ২৮ ওভার বল করে ১২৯ রানে ২ উইকেট নিয়েছেন সাকিব।
‘কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টু’-এর খেলায় গ্ল্যামরগনের মাঠেই স্বাগতিকদের সঙ্গে চার দিনের ম্যাচ খেলছে সাকিবের দল উস্টারশায়ার। ৬ উইকেটে ২৮১ রান নিয়ে কাল তৃতীয় দিন শুরু করেছিল উস্টার। গ্ল্যামরগনের প্রথম ইনিংসের চেয়ে ১৯ রান পেছনে থেকে ৩৫০ রানে অলআউট হয় তারা।
কালকের খেলা শেষ হওয়ার সময় পর্যন্ত ৬ উইকেটে ৩৫৫ রান তুলেছে গ্ল্যামরগন। এর মধ্যে ম্যাট ম্যাসন নিয়েছেন ৩ উইকেট এবং ২৮ ওভার বল করে ১২৯ রানে ২ উইকেট নিয়েছেন সাকিব।
No comments