তেজস্ক্রিয় পদার্থবাহী জাপানি সামরিক বিমান বিধ্বস্ত
তেজস্ক্রিয় পদার্থবাহী জাপানের একটি সামরিক বিমান প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে। তবে এতে পরমাণুদূষণের কোনো আশঙ্কা নেই বলে জাপানের কর্মকর্তারা গতকাল শনিবার জানিয়েছেন। এএফপি।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সামরিক ওই বিমানটি গত শুক্রবার রাজধানী টোকিও থেকে এক হাজার ২০০ কিলোমিটার দক্ষিণের আইও জিমা দ্বীপ থেকে পরীক্ষামূলকভাবে উড্ডয়ন করে। কিন্তু দুই মিনিটের মাথায় বিমানটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং বিধ্বস্ত হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সামরিক ওই বিমানটি গত শুক্রবার রাজধানী টোকিও থেকে এক হাজার ২০০ কিলোমিটার দক্ষিণের আইও জিমা দ্বীপ থেকে পরীক্ষামূলকভাবে উড্ডয়ন করে। কিন্তু দুই মিনিটের মাথায় বিমানটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং বিধ্বস্ত হয়।
No comments