ইউসুফ-ইউনুসদের আপিলের সুযোগ
সাজা পাওয়া সাত ক্রিকেটারকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শাস্তির সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবেন তাঁরা।
পিসিবির চিফ অপারেটিং অফিসার ওয়াসিম বারি বোর্ডের এই সিদ্ধান্তের কথা জানিয়ে সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, ‘শাস্তির কারণ জানিয়ে সাত খেলোয়াড়কেই চিঠি দেওয়া হয়েছে। পিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তারা এখন শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবে।’ অস্ট্রেলিয়া সফরে দলের পারফরম্যান্স পর্যালোচনায় গঠিত বারির নেতৃত্বাধীন তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী গত সপ্তাহে পাকিস্তান দলের সাত সিনিয়র ক্রিকেটারকে শাস্তি দিয়েছে পিসিবি। ইউনুস খান, মোহাম্মদ ইউসুফ, রানা নাভেদ-উল হাসান এবং শোয়েব মালিককে করা হয়েছে বরখাস্ত। এ ছাড়া দুই আকমল ভাই এবং শহীদ আফ্রিদিকে করা হয়েছে জরিমানা।
পিসিবির চিফ অপারেটিং অফিসার ওয়াসিম বারি বোর্ডের এই সিদ্ধান্তের কথা জানিয়ে সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, ‘শাস্তির কারণ জানিয়ে সাত খেলোয়াড়কেই চিঠি দেওয়া হয়েছে। পিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তারা এখন শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবে।’ অস্ট্রেলিয়া সফরে দলের পারফরম্যান্স পর্যালোচনায় গঠিত বারির নেতৃত্বাধীন তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী গত সপ্তাহে পাকিস্তান দলের সাত সিনিয়র ক্রিকেটারকে শাস্তি দিয়েছে পিসিবি। ইউনুস খান, মোহাম্মদ ইউসুফ, রানা নাভেদ-উল হাসান এবং শোয়েব মালিককে করা হয়েছে বরখাস্ত। এ ছাড়া দুই আকমল ভাই এবং শহীদ আফ্রিদিকে করা হয়েছে জরিমানা।
No comments