অস্ট্রেলিয়ার কোচ হচ্ছেন মিকি আর্থার?
অস্ট্রেলিয়ার কোচ হওয়ার প্রস্তাব পেলেন মিকি আর্থার। দক্ষিণ আফ্রিকান একটি পত্রিকার খবরের সূত্র ধরে এমনটাই জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। দক্ষিণ আফ্রিকার সাবেক কোচকে টিম নিলসেনের উত্তরসূরি হিসেবে নাকি পেতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অবশ্য আর্থার বা সিএ কোনো পক্ষ থেকেই এ ব্যাপারে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।
প্রায় বছর পাঁচেক দায়িত্ব পালন করার পর গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার কোচের পদ থেকে সরে দাঁড়ান আর্থার। এর পর পাকিস্তানসহ বিভিন্ন দলের ভাবী কোচ হিসেবে শোনা গিয়েছিল তাঁর নাম। আর্থার অবশ্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন। টম মুডির জায়গায় তাঁকেই কোচ হিসেবে পেতে চাইছে অস্ট্রেলিয়ার প্রাদেশিক দলটি। সাক্ষাত্কার দেওয়ার জন্য আর্থার এখন অস্ট্রেলিয়াতেই। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার বিল্ড খবর দিল, প্রাদেশিক নয়, জাতীয় দলের কোচ হিসেবেই নাকি আর্থারকে চায় সিএ।
প্রায় বছর পাঁচেক দায়িত্ব পালন করার পর গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার কোচের পদ থেকে সরে দাঁড়ান আর্থার। এর পর পাকিস্তানসহ বিভিন্ন দলের ভাবী কোচ হিসেবে শোনা গিয়েছিল তাঁর নাম। আর্থার অবশ্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন। টম মুডির জায়গায় তাঁকেই কোচ হিসেবে পেতে চাইছে অস্ট্রেলিয়ার প্রাদেশিক দলটি। সাক্ষাত্কার দেওয়ার জন্য আর্থার এখন অস্ট্রেলিয়াতেই। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার বিল্ড খবর দিল, প্রাদেশিক নয়, জাতীয় দলের কোচ হিসেবেই নাকি আর্থারকে চায় সিএ।
No comments