রাজশাহীতে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজ শুরু
রাজশাহী মহানগরের কালেক্টরেট মাঠে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজ থেকে শুরু হচ্ছে।
এ মেলায় ঢাকার সাতটি প্রতিষ্ঠান প্যাভিলিয়ন নিয়েছে। এ ছাড়া থাকছে ৯৬টি ছোট ছোট স্টল।
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ মেলার আয়োজনের উদ্যোগ নিলেও স্থানীয় চার ব্যক্তি নয় লাখ ২৫ হাজার টাকায় লিজ নিয়ে এটি পরিচালনা করবেন।
মেলা কমিটির চেয়ারম্যান হাসেন আলী বলেন, দেশি-বিদেশি পণ্যের বিপুল সমাহার ঘটানো এবং স্থানীয় শিল্পোদ্যোক্তাদের উত্সাহিত করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। তবে তিন বছরের ওপরের দর্শনার্থীদের জন্য মেলার প্রবেশমূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ মেলায় ঢাকার সাতটি প্রতিষ্ঠান প্যাভিলিয়ন নিয়েছে। এ ছাড়া থাকছে ৯৬টি ছোট ছোট স্টল।
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ মেলার আয়োজনের উদ্যোগ নিলেও স্থানীয় চার ব্যক্তি নয় লাখ ২৫ হাজার টাকায় লিজ নিয়ে এটি পরিচালনা করবেন।
মেলা কমিটির চেয়ারম্যান হাসেন আলী বলেন, দেশি-বিদেশি পণ্যের বিপুল সমাহার ঘটানো এবং স্থানীয় শিল্পোদ্যোক্তাদের উত্সাহিত করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। তবে তিন বছরের ওপরের দর্শনার্থীদের জন্য মেলার প্রবেশমূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
No comments