পেশোয়ারে পৃথক হামলায় ৩৭ তালেবান নিহত
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের নগর পেশোয়ারে গতকাল বৃহস্পতিবার সেনাদের সঙ্গে সংঘর্ষে ৩০ জন তালেবান জঙ্গি নিহত হয়েছে। এ সময় একজন সেনাসদস্য নিহত ও চারজন আহত হয়। পৃথক বিমান হামলায় আরও সাতজন তালেবান জঙ্গি নিহত হয়েছে। এএফপি।
স্থানীয় কর্মকর্তা মাকসুদ আহমেদ বলেন, ভোরের দিকে শতাধিক তালেবান জঙ্গি উপজাতি-অধ্যুষিত মোহমান্দ জেলার চামারকান্দ শহরের একটি নিরাপত্তা-চৌকিতে হামলা চালায়। এতে এক সেনাসদস্য নিহত ও চারজন আহত হয়। এ সময় সেনারা মর্টার ও দূরপাল্লার স্বয়ংক্রিয় কামান দিয়ে পাল্টা হামলা চালালে ৩০ জন তালেবান নিহত হয়। অন্য জঙ্গিরা পালিয়ে যায়। সামরিক বাহিনীর এক বিবৃতিতে সংঘর্ষ ও হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ওরাকজাই জেলায় সন্দেহভাজন তালেবান ঘাঁটিতে বিমান হামলায় সাতজন তালেবান নিহত হয়েছে। জেলার পার্বত্য শহর দাবোরিতে এ বিমান হামলা চালানো হয়। স্থানীয় কর্মকর্তা ফজলে কাদির জানান, হামলায় দুটি গুপ্তগুহা ধ্বংস হয়েছে। এতে সাতজন তালেবান নিহত হয়েছে।
স্থানীয় কর্মকর্তা মাকসুদ আহমেদ বলেন, ভোরের দিকে শতাধিক তালেবান জঙ্গি উপজাতি-অধ্যুষিত মোহমান্দ জেলার চামারকান্দ শহরের একটি নিরাপত্তা-চৌকিতে হামলা চালায়। এতে এক সেনাসদস্য নিহত ও চারজন আহত হয়। এ সময় সেনারা মর্টার ও দূরপাল্লার স্বয়ংক্রিয় কামান দিয়ে পাল্টা হামলা চালালে ৩০ জন তালেবান নিহত হয়। অন্য জঙ্গিরা পালিয়ে যায়। সামরিক বাহিনীর এক বিবৃতিতে সংঘর্ষ ও হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ওরাকজাই জেলায় সন্দেহভাজন তালেবান ঘাঁটিতে বিমান হামলায় সাতজন তালেবান নিহত হয়েছে। জেলার পার্বত্য শহর দাবোরিতে এ বিমান হামলা চালানো হয়। স্থানীয় কর্মকর্তা ফজলে কাদির জানান, হামলায় দুটি গুপ্তগুহা ধ্বংস হয়েছে। এতে সাতজন তালেবান নিহত হয়েছে।
No comments