পিসিএলের নিলামে ওরা
দ্বিতীয় পিসিএল টি টুয়েন্টি বসুন্ধরা কাপের নিলামে গতকাল বৃহস্পতিবার তোলা হয়েছিল ২৪ জন ক্রিকেটারকে। সাকিব আল হাসানকে নেওয়ার জন্য এ বিভাগের পাঁচ দলই সর্বোচ্চ চার লাখ টাকা হাঁকলে লটারির মাধ্যমে তাঁকে পেয়েছে টপ স্পোর্টস। তামিম ইকবালকে পেতে আগ্রহী চারটি দল চার লাখ টাকা দাম হাঁকে, লটারিতে তাঁকে পেয়েছে চিটাগং টাইগারস। একই দামে লটারিতে মুশফিকুর রহিম পাইরেটসে, মাহমুদুল্লাহ রিয়াদ চিটাগং টাইগারসে ও নাঈম ইসলাম মোহামেডানে। মোহাম্মদ আশরাফুলকে তিন লাখ টাকায় কিনেছে চট্টগ্রাম মোহামেডান।
মাশরাফি বিন মর্তুজার দাম উঠেছে ৫০ হাজার টাকা (এ বিভাগে এটাই সর্বনিম্ন)। কিনেছে ঢাকা স্পোর্টস। ‘বি’ বিভাগে সর্বোচ্চ আড়াই লাখ টাকায় ইমরুল কায়েস ব্রাদার্সে, আফতাব-অলক পাইরেটসে এবং শাহরিয়ার নাফিস টপ স্পোর্টসে। এক লাখ ৬০ হাজার টাকায় আবদুর রাজ্জাক এবং ৫০ হাজার টাকায় জুনায়েদ ব্রাদার্সে। ৩০ হাজার টাকায় রকিবুল টপ স্পোর্টসে, এনামুল জুনিয়র ব্রাদার্সে, ডলার মাহমুদ মোহামেডানে, নাজমুল-সৈয়দ রাসেল ঢাকা স্পোর্টসে। শফিউল ইসলাম ও রুবেল হোসেনকে কেউ নেয়নি।
‘এ’ গ্রুপ: গতবারের চ্যাম্পিয়ন ব্রাদার্স, মোহামেডান, চিটাগং স্পোর্টস, টপ স্পোর্টস। ‘বি’ গ্রুপ: ঢাকা স্পোর্টস, পাইরেটস অব চিটাগং, বিমান বাংলাদেশ বেঙ্গল টাইগার্স।
মাশরাফি বিন মর্তুজার দাম উঠেছে ৫০ হাজার টাকা (এ বিভাগে এটাই সর্বনিম্ন)। কিনেছে ঢাকা স্পোর্টস। ‘বি’ বিভাগে সর্বোচ্চ আড়াই লাখ টাকায় ইমরুল কায়েস ব্রাদার্সে, আফতাব-অলক পাইরেটসে এবং শাহরিয়ার নাফিস টপ স্পোর্টসে। এক লাখ ৬০ হাজার টাকায় আবদুর রাজ্জাক এবং ৫০ হাজার টাকায় জুনায়েদ ব্রাদার্সে। ৩০ হাজার টাকায় রকিবুল টপ স্পোর্টসে, এনামুল জুনিয়র ব্রাদার্সে, ডলার মাহমুদ মোহামেডানে, নাজমুল-সৈয়দ রাসেল ঢাকা স্পোর্টসে। শফিউল ইসলাম ও রুবেল হোসেনকে কেউ নেয়নি।
‘এ’ গ্রুপ: গতবারের চ্যাম্পিয়ন ব্রাদার্স, মোহামেডান, চিটাগং স্পোর্টস, টপ স্পোর্টস। ‘বি’ গ্রুপ: ঢাকা স্পোর্টস, পাইরেটস অব চিটাগং, বিমান বাংলাদেশ বেঙ্গল টাইগার্স।
No comments