দুই সপ্তাহে ২০ কোটি ডলার আয় করেছে দিস ইজ ইট
পপতারকা মাইকেল জ্যাকসনের তথ্যচিত্র দিস ইজ ইট তাঁর ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মুক্তির দুই সপ্তাহ না পেরোতেই এটি বিপুল পরিমাণ আয় করেছে। সনি পিকচারস জানিয়েছে, দিস ইজ ইট ইতিমধ্যে বিশ্বব্যাপী ২০ কোটি ডলার আয় করেছে।
সনি পিকচার্স স্টুডিও গত বৃহস্পতিবার জানায়, মুক্তির দুই সপ্তাহে তথ্যচিত্রটি উত্তর আমেরিকায় আয় করেছে ছয় কোটি ডলারেরও বেশি। আর বাকি বিশ্বে আয় করেছে ১৪ কোটি ডলার।
লন্ডনে জ্যাকসনের বহুল কাঙ্ক্ষিত প্রত্যাবর্তন কনসার্টের প্রস্তুতির গান ও নাচের দৃশ্য নিয়ে তথ্যচিত্রটি তৈরি করা হয়েছে।
সনি পিকচার্সের বাজারজাতকরণ ও বিতরণ বিভাগের চেয়ারম্যান জেফ ব্লেইক এক বিবৃতিতে বলেছেন, ‘সারা বিশ্বের দর্শক ও চলচ্চিত্র সমালোচকেরা জ্যাকসনের ওপর তৈরি তথ্যচিত্রটি গ্রহণ করেছে।’
উত্তর আমেরিকার বাইরে জাপানে সবচেয়ে বেশি আয় করেছে দিস ইজ ইট। সেখানে পৌনে তিন কোটি ডলার আয় হয়েছে। ব্রিটেনে দেড় কোটি, জার্মানি ও ফ্রান্সে এক কোটি ১০ লাখ ডলার করে এবং অস্ট্রেলিয়ায় ৭২ লাখ ডলার আয় হয়েছে।
সনি পিকচার্স স্টুডিও গত বৃহস্পতিবার জানায়, মুক্তির দুই সপ্তাহে তথ্যচিত্রটি উত্তর আমেরিকায় আয় করেছে ছয় কোটি ডলারেরও বেশি। আর বাকি বিশ্বে আয় করেছে ১৪ কোটি ডলার।
লন্ডনে জ্যাকসনের বহুল কাঙ্ক্ষিত প্রত্যাবর্তন কনসার্টের প্রস্তুতির গান ও নাচের দৃশ্য নিয়ে তথ্যচিত্রটি তৈরি করা হয়েছে।
সনি পিকচার্সের বাজারজাতকরণ ও বিতরণ বিভাগের চেয়ারম্যান জেফ ব্লেইক এক বিবৃতিতে বলেছেন, ‘সারা বিশ্বের দর্শক ও চলচ্চিত্র সমালোচকেরা জ্যাকসনের ওপর তৈরি তথ্যচিত্রটি গ্রহণ করেছে।’
উত্তর আমেরিকার বাইরে জাপানে সবচেয়ে বেশি আয় করেছে দিস ইজ ইট। সেখানে পৌনে তিন কোটি ডলার আয় হয়েছে। ব্রিটেনে দেড় কোটি, জার্মানি ও ফ্রান্সে এক কোটি ১০ লাখ ডলার করে এবং অস্ট্রেলিয়ায় ৭২ লাখ ডলার আয় হয়েছে।
No comments