৫ মাস আগে ইলন মাস্কের ১৩তম সন্তানের জন্ম দিয়েছি: বিস্ফোরক দাবি মার্কিন ইনফ্লুয়েন্সারের

মার্কিন ধনকুবের ইলন মাস্কের ১৩তম সন্তানের জন্ম দেয়ার দাবি করেছেন  ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ার। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন অ্যাশলে। সেখানেই ৩১ বছর বয়সী লেখিকা ও ইনফ্লুয়েন্সার বিস্ফোরক দাবি করেন। জানান, ৫ মাস আগে তিনি এক সন্তানের জন্ম দিয়েছেন। যার বাবা নাকি এক্স কর্তা ইলন মাস্ক! এই পোস্ট ঘিরে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায়। এরপরই অ্যাশলে জানান, সন্তানের সুরক্ষার কথা ভেবেই নাকি গোটা বিষয়টা গোপন করেছিলেন তিনি।

সংবাদমাধ্যমের কাছে তার আর্জি, যেন সন্তানের ব্যক্তিগত জীবন প্রকাশ্যে না আনা হয়। কারণ তিনি চান তার সন্তান বেড়ে উঠুক সুস্থ-স্বাভাবিক পরিবেশে। ট্রাম্পের মন্ত্রিসভায় DOGE প্রধান যিনি এক্স প্ল্যাটফর্মে সেন্ট ক্লেয়ারকে অনুসরণ করেন, তার চাঞ্চল্যকর দাবির এক ঘণ্টার মধ্যে অন্যান্য বিষয়ের উপর বেশ কয়েকবার পোস্ট করেছেন। কিন্তু এবিষয়ে এখনও এক্স কর্তা মাস্ক কোনও মন্তব্য করেননি। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে রেকর্ড অর্থ দেয়া এই ধনকুবের এখন মার্কিন যুক্তরাষ্ট্র চালাচ্ছেন— বিরোধীদের এমন দাবির মাঝে মাস্ক নিয়ে বড় দাবি করলেন মার্কিন এই লেখিকা।

অ্যাশলের দাবি, তিনি মাস্কের ১৩তম সন্তানের জন্ম দিয়েছেন। ‘এলিফ্যান্ট আর নট বার্ডস’ নামের এক বই লিখে জনপ্রিয় হয়েছিলেন অ্যাশলে। টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের সঙ্গে তার পাঁচটি সন্তান রয়েছে। এর মধ্যে— প্রথমে যমজ সন্তান ভিভিয়ান এবং গ্রিফিন এবং তারপরে তিন সন্তান কাই, স্যাক্সন এবং ড্যামিয়ান। পপ-তারকা গ্রিমসের সঙ্গে মাস্কের তিনটি সন্তান রয়েছে। যার মধ্যে রয়েছে ছোট ছেলে এক্স, যাকে হোয়াইট হাউসে মাস্কের সঙ্গে দেখা গিয়েছিল, মেয়ে এক্সা ডার্ক সাইডারেল এবং ছেলে টেকনো মেকানিকাস। এছাড়া নিউরা লিংকের নির্বাহী শিভন জিলিসের সঙ্গে মাস্কের যমজ সন্তান রয়েছে।  যদি অ্যাশলের দাবি সত্য হয়, তাহলে তিনিই মাস্কের জীবনের চতুর্থ নারী, যিনি তার সন্তানকে গর্ভে ধারণ করেছেন।

সূত্র : নিউ ইয়র্ক পোস্ট

mzamin

No comments

Powered by Blogger.