নিয়ম ভেঙে প্রেমিকের সঙ্গে হোটেলে রাত্রিবাস: মিস ইউনিভার্সের মঞ্চ থেকে বিতাড়িত সুন্দরী

ইতালি মোরা, পানামার প্রতিনিধিত্বকারী মিস ইউনিভার্স প্রতিযোগী। তাকে সম্প্রতি প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালের কয়েকদিন আগে অযোগ্য বলে ঘোষণা করে  বরখাস্ত করা হয়েছে।  নিউ ইয়র্ক পোস্টের খবর অনুযায়ী তার বিরুদ্ধে অভিযোগ, নিয়ম ভেঙে প্রেমিকের হোটেলে গিয়ে একসঙ্গে থাকছিলেন। তার জেরেই প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হয়েছে তাকে। যদিও সরকারিভাবে এই নিয়ে কিছুই জানানো হয়নি মিস ইউনিভার্স আয়োজকদের তরফে।রিপোর্ট অনুযায়ী, মোরা তার প্রেমিক জুয়ান আবাদিয়ার সাথে মেক্সিকোতে তার আলাদা হোটেল রুমে আয়োজকদের অনুমতি ছাড়াই থাকছিলেন  বলে অভিযোগ।  মিস ইউনিভার্সে এবার পানামার প্রতিনিধিত্ব করছিলেন ১৯ বছর বয়সী ইতালিমোরা। কিন্তু প্রতিযোগিতার শুরু থেকেই তিনি বিতর্কে জড়ান। মোরার দাবি, তার জন্য সঠিক পোশাকের ব্যবস্থা করেননি মিস ইউনিভার্স পানামার আয়োজকরা। তাই বাধ্য হয়ে তার প্রেমিক জুয়ান আবাদিয়াই ৭ হাজার ডলার খরচ করে ক্যারোলিনা হেরেরার ডিজাইনার পোশাক কিনে দেন প্রতিযোগিতায় পরার জন্য। শোনা যায়, মোরার মেকআপ এবং হোটেলের খরচ দেওয়ার ক্ষমতাও নাকি নেই পানামার মিস ইউনিভার্স আয়োজকদের। সেই খরচও বহন করেন জুয়ান। মিস ইউনিভার্সের নিয়ম অনুযায়ী, প্রেমিকের সঙ্গে এক হোটেলে থাকতে পারবেন না কোনো প্রতিযোগী। কিন্তু সেই নিয়ম ভেঙেছেন মোরা। সঙ্গে সঙ্গেই তাকে প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হয়। তবে আয়োজকদের তরফে বলা হয়, মোরার ব্যক্তিগত ‘অপরাধ’-এর জন্যই তিনি বাদ পড়ছেন প্রতিযোগিতা থেকে। পানামার তরফে জানানো হয়, মিস ইউনিভার্সে নতুন করে কোনও প্রতিযোগীকে পাঠানো সম্ভব হবে না। এমনকি মিস পানামার খেতাবও কেড়ে নেওয়া হয়েছে মোরার থেকে। ১৯ বছর বয়সী বিউটি কুইন ইতালি মোরা, মেক্সিকো সিটিতে ১৬ নভেম্বর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ১৩০ জন আন্তর্জাতিক প্রতিনিধিদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত ছিলেন।  কিন্তু তার আগেই তাকে প্রতিযোগিতা থেকে বাদ পড়তে হলো।

সূত্র : এনডিটিভি

mzamin

No comments

Powered by Blogger.