চারদিকে
তাকালেই অট্টালিকা আর অট্টালিকা। উপরতলার মানুষের সুখ স্বাচ্ছন্দ্যে বাস
করার প্রয়োজনীয় উপকরন ইট। দেশে হাজারো ইট মিলে কাজ করছেন নারী পুরষ এক
সঙ্গে। মাটিপুড়ে তৈরি করা ইটের সঙ্গে ওদেরও দেহ পুড়ে। মন পুড়ে। তারপর ও দিন
শেষে যখন হাতে মজুরি পান তখন এক গাল হাসি দিয়ে বাড়ি ফেরেন তারা। মাটির
সঙ্গে মিতালি করেই পার হচ্ছে এসব শ্রমিকের দিনকাল। কাজ শেষে ভাটার পাশেই
বসবাসের জায়গাতাদের। সেখানেই রান্না, খাওয়া, রাত যাপন। ভোর থেকে আবার
শুরুতাদের শ্রম দেয়া। কোন কোন ভাটায় তাদের মজুরিও দেয়া হয়না ঠিক সময়। আবার
কোন ভাটা তাদের মজুরি সহ সকল সুযোগ সুবিধা দেয়। সুখদুখের জীবনের কথা বলতে
গিয়ে মোহাম্মদপুর বসিলা তাহা ইটমিলের শ্রমিক আয়শা বলেন, সারা দিন মাটি
পুড়াই। এর সঙ্গে পুড়াই নিজ দেহ। বেঁচে থাকার জন্যই সব। তারপরও দুবেলা
দুমুটো খেয়ে আছি এটাই বেশ। |
No comments