অভিজ্ঞতায় আমিই সবার সেরা : হিলারি
ধীরে ধীরে বেজে উঠছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দামামা। চূড়ান্ত লড়াইয়ের আগে গা গরমের টেলিভিশন বিতর্কে মুখোমুখি হয়ে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। রিপাবলিকানদের বিরুদ্ধে লড়তে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কে হবেন ডেমোক্র্যাট দলের প্রার্থী, সে লড়াইও শুরু হতে যাচ্ছে শিগগিরই। তবে তার আগেই চূড়ান্ত বিতর্কে মুখোমুখি হয়ে উত্তেজনার পারদ চড়িয়ে দিলেন দুই ডেমোক্র্যাট মনোনয়নপ্রত্যাশী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। এ সময় নিজের অভিজ্ঞতার কথা বলে স্যান্ডার্সের সমালোচনার জবাব দেন হিলারি।
বার্তা সংস্থা এএফপি জানায়, হিলারি ও স্যান্ডার্সের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক হওয়ায় ধারণা করা হচ্ছে আসন্ন আইওয়া ও নিউ হ্যাম্পশায়ার ককাসে লড়াই জমে উঠবে এই দু’জনের মধ্যেই। সাউথ ক্যারেলিনার চার্লসটনে লেস্টার হল্টের সঞ্চালনায় অনুষ্ঠিত এই ডেমোক্র্যাট ডিবেটের পুরোটা সময়ই ছিল তুমুল উত্তেজনায় ঠাসা। দু’জনই এ সময় একে অপরকে আক্রমণ করে বক্তব্য দেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে এনবিসি টেলিভিশন। দু’জনের সঙ্গে বিতর্কে আরও অংশ নেন আরেক মনোনয়নপ্রত্যাশী ও মেরিল্যান্ডের সাবেক গভর্নর মার্টিন ও’ম্যালে। তবে হিলারি ও স্যান্ডার্সের সামনে তিনি ছিলেন অনেকটাই নিষ্প্রভ। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি বলেন, ‘সবচেয়ে কঠিন দায়িত্ব নেয়ার জন্য আমি প্রস্তুত। অভিজ্ঞতায় আমিই সেরা।’ যুক্তরাষ্ট্রের বাড়তে থাকা অস্ত্র সহিংসতার ব্যাপারে সিনেটর বার্নি স্যান্ডার্সকে আক্রমণ করে বক্তব্য দেন হিলারি ক্লিনটন। পক্ষান্তরে পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় হিলারি ওয়াল স্ট্রিটের বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে তাদের স্বার্থে কাজ করেছেন বলে অভিযোগ আনেন স্যান্ডার্স। এএফপি, বিবিসি
বার্তা সংস্থা এএফপি জানায়, হিলারি ও স্যান্ডার্সের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক হওয়ায় ধারণা করা হচ্ছে আসন্ন আইওয়া ও নিউ হ্যাম্পশায়ার ককাসে লড়াই জমে উঠবে এই দু’জনের মধ্যেই। সাউথ ক্যারেলিনার চার্লসটনে লেস্টার হল্টের সঞ্চালনায় অনুষ্ঠিত এই ডেমোক্র্যাট ডিবেটের পুরোটা সময়ই ছিল তুমুল উত্তেজনায় ঠাসা। দু’জনই এ সময় একে অপরকে আক্রমণ করে বক্তব্য দেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে এনবিসি টেলিভিশন। দু’জনের সঙ্গে বিতর্কে আরও অংশ নেন আরেক মনোনয়নপ্রত্যাশী ও মেরিল্যান্ডের সাবেক গভর্নর মার্টিন ও’ম্যালে। তবে হিলারি ও স্যান্ডার্সের সামনে তিনি ছিলেন অনেকটাই নিষ্প্রভ। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি বলেন, ‘সবচেয়ে কঠিন দায়িত্ব নেয়ার জন্য আমি প্রস্তুত। অভিজ্ঞতায় আমিই সেরা।’ যুক্তরাষ্ট্রের বাড়তে থাকা অস্ত্র সহিংসতার ব্যাপারে সিনেটর বার্নি স্যান্ডার্সকে আক্রমণ করে বক্তব্য দেন হিলারি ক্লিনটন। পক্ষান্তরে পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় হিলারি ওয়াল স্ট্রিটের বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে তাদের স্বার্থে কাজ করেছেন বলে অভিযোগ আনেন স্যান্ডার্স। এএফপি, বিবিসি
No comments