মেসি-ওজিলদের মহানুভবতা
বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির দল এবার বিশ্বকাপ জিততে না পারলেও বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর ভালোবাসা জয় করতে সক্ষম হয়েছে অসাধারণ ক্রীড়ানৈপুণ্য দেখিয়ে। মেসি পরাজয়ের দায় স্বীকার করে ভবিষ্যতে তাঁর দল বিশ্বকাপ জয় করবে বলে আশাহত আর্জেন্টাইনবাসীকে আশ্বস্ত করেছেন। বলার অপেক্ষা রাখে না যে ২৪ বছর পর দলকে ফাইনালে নিয়ে যাওয়ার পেছনে তাঁর ভূমিকাই ছিল মুখ্য। ফাইনালে জয়ী হতে না পারা আর্জেন্টাইন দলটি তাদের প্রাইজমানির একটি অংশ বুয়েনস এইরেসের গারাহান হাসপাতালের শিশু ক্যানসার কেন্দ্রে দান করে যে মহানুভবতার পরিচয় দিয়েছে, তা অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। আর্জেন্টাইন দল বিশ্বকাপে রানার্সআপ হয়ে প্রাইজমানি পেয়েছিল ১৮৬ কোটি টাকা এবং এর মধ্য থেকে এক কোটি ছয় লাখ ৪৪ হাজার টাকা দান করেছে ওই হাসপাতালে। মেসি নিজের প্রাইজমানি দিয়েছেন তাঁর গড়া মেসি ফাউন্ডেশনকে, যার লক্ষ্য হলো,
স্বপ্ন সফল করতে সব শিশুকে সমান সুযোগ দিতে হবে’। এ জন্য আর্জেন্টাইন দল ও তার অধিনায়ক অভিনন্দন পেতে পারেন। এদিকে এবারের বিশ্বকাপজয়ী জার্মান দলের মিডফিল্ডার মেসুত ওজিল জানিয়েছেন, বিশ্বকাপে প্রাইজমানি হিেসবে দুই লাখ ৪০ হাজার পাউন্ড পেয়েছেন, তার পুরোটাই ব্যয় করবেন ব্রাজিলের ২৩টি দুস্থ শিশুর কল্যাণে। এবারের বিশ্বকাপে জার্মান দলের খেলোয়াড় ছিলেন ২৩ জন। ২৩ নম্বরটিকে সৌভাগ্যের প্রতীক মনে করেন এই খেলোয়াড়। মেসুত ওজিল বলেন, এটা আর কিছু নয়। এক মাস ধরে ব্রাজিলে তিনি যে চমৎকার আতিথেয়তা পেয়েছেন, তারই প্রতিদান। আমরা তাঁকেও অভিনন্দন জানাই। মেসি-ওজিলরা প্রমাণ করলেন যে তাঁরা কেবল খেলার মাঠেই সেরা নন, মানবতার সেবায়ও অনন্য ভূমিকা রাখতে পারেন। খেলোয়াড়সহ আমাদের দেশের কীর্তিমানেরা তাঁদের দৃষ্টান্ত অনুসরণ করে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহায়তার হাত বাড়ালে অনেক দুস্থ শিশু ও অসহায় মানুষ বাঁচার অবলম্বন খুঁজে পেতে পারে।
No comments