সিরিয়া হামলার বিরুদ্ধে মার্কিন ফার্স্ট লেডি
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ঘরেও সিরিয়া হামলার তিব্র বিরোধিতা। ওবামা পরিবার সিরিয়ায় কোনো ধরনের সামরিক হামলা চায় না। মার্কিন ফার্স্ট লেডি ও ওবামা পতœী মিশেল ওবামা যুক্তরাষ্ট্র প্রশাসনের বিরোধিতা করে এ যুদ্ধে না জড়াতে পরামর্শ দিয়েছেন। মিশেলের এ দ্ব্যর্থহীন অবস্থানের কথা কোনো গণমাধ্যম প্রকাশ করেনি। আবার মিশেল ও ঢাকঢোল পিটিয়ে তার বিরোধিতার কথা বিশ্ববাসীকে জানাননি। জানিয়েছেন পারিবারিক অন্দরে,
গোপনে, হয়তো ওবামার মুখোমুখি দাঁড়িয়ে। সে কথা স্বয়ং ওবামাই জানালেন। সোমবার পিবিএস ও এনবিসি নিউজের সঙ্গে কথা বলার সময় ওবামা বলেন, ‘ফার্স্ট লেডি মিশেল ওবামা সিরিয়ায় সামরিক হামলার বিরোধী। আমার নিজের পরিবারের সদস্যরা... তারা ভীষণ উদ্বিগ্ন ও সন্দিহান।’ তিনি আরও বলেন, মিশেল চায় না দেশ আরও একটি যুদ্ধে জড়াক। এনবিসিকে ওবামা বলেন, ‘আপনি যদি মিশেলকে জিজ্ঞাসা করেন, আমরা কি আরও একটি যুদ্ধে জড়াতে চাই? উত্তর হবে ‘না’।’
No comments