যে জন দিবসে by রফিকুল আলম
আমি রাজশাহী শহরের হেতেম খান এলাকার অধিবাসী। প্রতিদিন আমি ভোর পাঁচটা থেকে ছয়টা ১০ মিনিট পর্যন্ত সাহেববাজার বড় মসজিদ হয়ে, পদ্মা নদীর ধার দিয়ে কুমারপাড়া, ঘোষপাড়া হয়ে আলুপট্টি পর্যন্ত হেঁটে বাড়িতে আসি। প্রতিদিনই লক্ষ করছি, ভোর ছয়টা ১০ মিনিট পর্যন্ত সাহেববাজার, আলুপট্টি, কুমারপাড়া, গণকপাড়াসহ অধিকাংশ রাস্তার বাতিগুলো জ্বলছে। দায়িত্বহীনতার প্রকৃষ্ট এক উদাহরণ এটি! এই রাস্তার বাতিগুলো নেভানোর কাজে নিয়োজিত দায়িত্বশীল ব্যক্তিরা তাঁদের এ দায়িত্ব ঠিকমতো পালন করছেন না। আমার অনুরোধ, যাতে এই বাতিগুলো ৫-১০ মিনিট আগেই নেভানো হয়। কারণ, পাঁচটা ১০ মিনিটের আগে সূর্যের আলোতে এমনিতেই সবকিছু পরিষ্কার দেখা যায়। এই বাতিগুলো দেরিতে নেভানোর ফলে বিদ্যুতের অপচয় হচ্ছে এবং এই বাতিগুলো বেশি জ্বলার কারণে আলো দেওয়ার ক্ষমতাও দিন দিন কমে যাবে। এই বাতিগুলোর ব্যয়ভার কিন্তু শহরবাসীর কাছ থেকেই আদায় করা হয়।
রফিকুল আলম, হেতেম খান, রাজশাহী।
রফিকুল আলম, হেতেম খান, রাজশাহী।
No comments