দুর্ঘটনার আগে-পরে...
কলকাতায় সড়ক দুর্ঘটনার পর ফের নতুন করে
শুটিং শুরু করেছেন দুই বাংলার ছোট পর্দার জনপ্রিয় মুখ মৌসুমী হামিদ। দুই
বাংলার যৌথ প্রযোজনায় হাজার পর্বের নাটক
‘রোশনী’র নাম
ভূমিকায় অভিনয় করে এখন বেশ আলোচনায় এসেছেন এই লাক্স চ্যানেল আই সুপারস্টার
সুন্দরী। সড়ক দুর্ঘটনা আর বিশ্রাম শেষে সমপ্রতি তিনি অভিনয় করেছেন নতুন
একটি নাটকে। একজন লেখক ও তার সৃষ্ট একটি চরিত্রকে ঘিরে নির্মিত এই নাটকটির
নাম ‘সব চরিত্র কাল্পনিক নয়’। সুবোধ ঘোষের গল্প অবলম্বনে নাটকটির
চিত্রনাট্য ও পরিচালনা করেছেন খন্দকার মো. জাকির। নাটকটির প্রধান দু’টি
চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ ও রওনক হাসান। মৌসুমী নাটকটি সম্পর্কে
বলেন, এই নাটকটির কিছু শুটিং দুর্ঘটনার আগে করেছি। আর বাকিটুকু করেছি
দুর্ঘটনার পরে। গল্পটি অসাধারণ, আমার বিশ্বাস নাটকটি সবার ভাল লাগবে।
নাটকের গল্প সম্পর্কে মৌসুমী আরও জানান, দৈনন্দিন জীবনে কাজের সূত্রে
ভ্রমণের সময় লেখক মাহমুদের সঙ্গে মৌরিনের সাক্ষাৎ হয়। তরুণ বয়সে লেখক হতে
চাওয়া মাহমুদ আর মৌরিনের পৃথিবী ছিল স্বপ্নময়। দিনগুলো কাটতো গল্পের
পাণ্ডুলিপি নির্মাণ নিয়ে। পরে জীবনবোধের পরিমিত দ্বন্দ্ব, দারিদ্র্য আর
বাস্তবতার নিরিখে হঠাৎ করেই আলাদা হতে হয়েছে দু’জনকে। এভাবেই এগিয়ে যায়
গল্পটি। এ নাটকের অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন বীথি সরকার, সৈকত
হাবিব, সিরাজুল ইসলাম, হেলেন গোমেজ, অনন্ত আজাদ, জায়েদ জুলহাস, বৃষ্টি ও
জাহিদ। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, যে কোন একটি বেসরকারি
স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে শিগগিরই।
No comments