স্কুলছাত্রীকে শিক্ষকের ধর্ষণ, মাতব্বররা নিয়েছে ৫০ হাজার
রংপুরের কাউনিয়ায় এক শিক্ষকের বিরুদ্ধে
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। আর বিচারের নামে ওই
ছাত্রীর পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন স্থানীয়
মাতব্বররা।
থানায় মামলা হলেও অভিযুক্তকে গ্রেপ্তার করা
হয়নি বলে অভিযোগ করেছে মেয়েটির পরিবার।রংপুরের কাউনিয়া বালিকা
বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীকে প্রায়ই উত্যক্ত করতো ওই বিদ্যালয়ের
শিক্ষক সুলতান আলী। সম্প্রতি বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে সম্পর্ক
গড়ে তোলে সুলতান আলী। পরে মেয়েটি বিয়ের কথা বললে তাকে নানাভাবে হুমকি
দেয়।
ঘটনা
জানাজানি হওয়ার পর বিচারের নামে ওই ছাত্রীর পরিবারের কাছ থেকে ৫০ হাজার
টাকা নিয়েছে স্থানীয় মাতব্বররা। আর থানায় মামলা হওয়ার পরও অভিযুক্তকে
পুলিশ গ্রেপ্তার করেনি। বরং হুমকির মুখে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে
মেয়েটি।
এ সম্পর্কে মেয়েটি বলে, ‘মামলা করেছি, কিন্তু তারা কোনো কাজ করছেন না। কারণ আমি গরিব, আমারতো টাকা নেই। যাদের টাকা আছে শুধু তাদের বিচার হবে। আমারতো টাকা নেই, আমিতো একটা অসহায় মেয়ে। সেজন্য আমি আপনাদের কাছে বিচার চাই। তার মা, বড় ভাই আমাকে অনেক মেরেছেন। এরপর আমি ৩ দিন মেডিকেলে ছিলাম।’
স্থানীয় এক নারী বলেন, ‘আমরা এর বিচার চাই। দুইটাই চাই, মেয়ের যেন ওই ছেলের সঙ্গে বিয়ে হয়ে যায় না হলে এ রকম আরো ২/৩টা ঘটনা ঘটাবে ওই ছেলে।’
আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে-এ কথা জানিয়ে রংপুরের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মজিবুর রহমান বলেন, ‘আসামি পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিকে গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান চালানো হচ্ছে।’
এ সম্পর্কে মেয়েটি বলে, ‘মামলা করেছি, কিন্তু তারা কোনো কাজ করছেন না। কারণ আমি গরিব, আমারতো টাকা নেই। যাদের টাকা আছে শুধু তাদের বিচার হবে। আমারতো টাকা নেই, আমিতো একটা অসহায় মেয়ে। সেজন্য আমি আপনাদের কাছে বিচার চাই। তার মা, বড় ভাই আমাকে অনেক মেরেছেন। এরপর আমি ৩ দিন মেডিকেলে ছিলাম।’
স্থানীয় এক নারী বলেন, ‘আমরা এর বিচার চাই। দুইটাই চাই, মেয়ের যেন ওই ছেলের সঙ্গে বিয়ে হয়ে যায় না হলে এ রকম আরো ২/৩টা ঘটনা ঘটাবে ওই ছেলে।’
আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে-এ কথা জানিয়ে রংপুরের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মজিবুর রহমান বলেন, ‘আসামি পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিকে গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান চালানো হচ্ছে।’
No comments