২৫ সেপ্টেম্বরের উপনির্বাচনে লড়ছেন মমতা
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার দুটি শূন্য আসনে আগামী ২৫ সেপ্টেম্বর উপনির্বাচন হবে। আসনগুলো হচ্ছে দক্ষিণ কলকাতার ভবানীপুর ও উত্তর ২৪ পরগনার বসিরহাট উত্তর আসন। এ দুটি আসনের মধ্যে ভবানীপুর আসনে লড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই আসনের বিধায়ক ও রাজ্য মন্ত্রিসভার সদস্য সুব্রত বকশী মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়ার সুযোগ দিতে আসনটি ছেড়ে দেন। আর বসিরহাট উত্তর আসনটির সিপিএম বিধায়ক মোস্তফা বিন কাসেম গত মে মাসে আত্মহত্যা করলে আসনটি শূন্য হয়।
মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিধানসভার কোনো আসনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। সংবিধান অনুযায়ী মমতাকে রাজ্যের যেকোনো একটি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে তাঁকে মুখ্যমন্ত্রীর পদটি ধরে রাখতে হবে। সেই লক্ষ্যে মমতা ভবানীপুর আসন থেকে উপনির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ২৮ সেপ্টেম্বর নির্বাচনের ফল ঘোষণা করা হবে।
এই আসনের বিধায়ক ও রাজ্য মন্ত্রিসভার সদস্য সুব্রত বকশী মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়ার সুযোগ দিতে আসনটি ছেড়ে দেন। আর বসিরহাট উত্তর আসনটির সিপিএম বিধায়ক মোস্তফা বিন কাসেম গত মে মাসে আত্মহত্যা করলে আসনটি শূন্য হয়।
মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিধানসভার কোনো আসনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। সংবিধান অনুযায়ী মমতাকে রাজ্যের যেকোনো একটি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে তাঁকে মুখ্যমন্ত্রীর পদটি ধরে রাখতে হবে। সেই লক্ষ্যে মমতা ভবানীপুর আসন থেকে উপনির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ২৮ সেপ্টেম্বর নির্বাচনের ফল ঘোষণা করা হবে।
No comments