ফিলিপাইনে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে সাত সেনা নিহত
ফিলিপাইনে গতকাল বৃহস্পতিবার জঙ্গিদের সঙ্গে প্রচণ্ড সংঘর্ষে কমপক্ষে সাত সেনা নিহত ও ২১ জন আহত হয়েছে। সেনা সূত্রে এ কথা জানা যায়।
আল-কায়েদার ঘনিষ্ঠ সহযোগী সংগঠন বলে পরিচিত আবু সাইয়াফের জঙ্গিদের সঙ্গে সেনাদের প্রায় পাঁচ ঘণ্টা সংঘর্ষ চলে। এরপর সেনারা জঙ্গিদের একটি ঘাঁটি দখল করে নেয়। সংঘর্ষে জঙ্গিরা কেউ হতাহত হয়েছে কি না, তা জানা যায়নি।
স্থানীয় সেনা মুখপাত্র লে. কর্নেল র্যানডলফ কাবাংবাং বলেন, গতকাল দক্ষিণ ফিলিপাইনের জোলো দ্বীপের একটি জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে সেনাদের প্রচণ্ড সংঘর্ষ হয়। তিনি বলেন, সেনারা জঙ্গিদের একটি ছোট দলকে তাড়া করে আবু সাইয়াফের একটি আস্তানায় ঢুকে পড়ে। পরে ওই আস্তানা সেনারা দখল করে নেয়।
সরকারের তথ্যমতে, ফিলিপাইনে ইসলামি জঙ্গি সংগঠনগুলোর মধ্যে আবু সাইয়াফ সবচেয়ে ছোট। এর সদস্য সংখ্যা প্রায় ৩০০ জন। তবে ছোট হলেও এই সংগঠনকে সে দেশে সবচেয়ে ভয়াবহ বলে গণ্য করা হয়। এসব জঙ্গি দমনে সহায়তা করতে যুক্তরাষ্ট্র ২০০২ সাল থেকে ফিলিপাইনের সেনাদের প্রশিক্ষণ দিয়ে আসছে।
আল-কায়েদার ঘনিষ্ঠ সহযোগী সংগঠন বলে পরিচিত আবু সাইয়াফের জঙ্গিদের সঙ্গে সেনাদের প্রায় পাঁচ ঘণ্টা সংঘর্ষ চলে। এরপর সেনারা জঙ্গিদের একটি ঘাঁটি দখল করে নেয়। সংঘর্ষে জঙ্গিরা কেউ হতাহত হয়েছে কি না, তা জানা যায়নি।
স্থানীয় সেনা মুখপাত্র লে. কর্নেল র্যানডলফ কাবাংবাং বলেন, গতকাল দক্ষিণ ফিলিপাইনের জোলো দ্বীপের একটি জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে সেনাদের প্রচণ্ড সংঘর্ষ হয়। তিনি বলেন, সেনারা জঙ্গিদের একটি ছোট দলকে তাড়া করে আবু সাইয়াফের একটি আস্তানায় ঢুকে পড়ে। পরে ওই আস্তানা সেনারা দখল করে নেয়।
সরকারের তথ্যমতে, ফিলিপাইনে ইসলামি জঙ্গি সংগঠনগুলোর মধ্যে আবু সাইয়াফ সবচেয়ে ছোট। এর সদস্য সংখ্যা প্রায় ৩০০ জন। তবে ছোট হলেও এই সংগঠনকে সে দেশে সবচেয়ে ভয়াবহ বলে গণ্য করা হয়। এসব জঙ্গি দমনে সহায়তা করতে যুক্তরাষ্ট্র ২০০২ সাল থেকে ফিলিপাইনের সেনাদের প্রশিক্ষণ দিয়ে আসছে।
No comments