ভারতের মন্ত্রিপরিষদে লোকপাল বিলের খসড়া অনুমোদন
ভারতে দুর্নীতি দমনবিষয়ক লোকপাল বিলের খসড়া গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের মন্ত্রিপরিষদে অনুমোদিত হয়েছে। পার্লামেন্টের আগামী অধিবেশনে বিলটি উত্থাপন করা হবে। প্রধানমন্ত্রী ও বিচার বিভাগকে প্রস্তাবিত এই আইনের এখতিয়ারের বাইরে রাখা হয়েছে।
খসড়া বিলে একজন চেয়ারম্যান ও আটজন সদস্য রাখার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে চারজন সদস্য নেওয়া হবে বিচার বিভাগ থেকে।
তথ্যমন্ত্রী আম্বিকা সনি জানান, চেয়ারম্যান হবেন সুপ্রিম কোর্টের বর্তমান বা অবসরপ্রাপ্ত একজন বিচারপতি। মন্ত্রিপরিষদ বিলে খুব বেশি পরিবর্তন আনেনি বলে জানান তিনি।
ভারতের সুশীল সমাজ এই খসড়া বিল নিয়ে খুশি হতে পারেনি। সমাজকর্মী কিরণ বেদি বলেন, এতে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা হবে না। বর্তমানে বিল খুব দুর্বল এবং তা দেশের মানুষের প্রত্যাশামাফিক হয়নি জানিয়ে সমাজকর্মী আন্না হাজারে বিল পর্যালোচনার জোর দাবি তোলার পর সরকার তা পর্যালোচনার সিদ্ধান্ত নেয়।
খসড়া বিলে একজন চেয়ারম্যান ও আটজন সদস্য রাখার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে চারজন সদস্য নেওয়া হবে বিচার বিভাগ থেকে।
তথ্যমন্ত্রী আম্বিকা সনি জানান, চেয়ারম্যান হবেন সুপ্রিম কোর্টের বর্তমান বা অবসরপ্রাপ্ত একজন বিচারপতি। মন্ত্রিপরিষদ বিলে খুব বেশি পরিবর্তন আনেনি বলে জানান তিনি।
ভারতের সুশীল সমাজ এই খসড়া বিল নিয়ে খুশি হতে পারেনি। সমাজকর্মী কিরণ বেদি বলেন, এতে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা হবে না। বর্তমানে বিল খুব দুর্বল এবং তা দেশের মানুষের প্রত্যাশামাফিক হয়নি জানিয়ে সমাজকর্মী আন্না হাজারে বিল পর্যালোচনার জোর দাবি তোলার পর সরকার তা পর্যালোচনার সিদ্ধান্ত নেয়।
No comments