ওবামা স্পিকারের পরিকল্পনায় ভেটো দিতে পারেন
যুক্তরাষ্ট্রে সরকারি ঋণের সীমা বাড়ানো নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে অচলাবস্থা কাটেনি। হোয়াইট হাউস হুঁশিয়ার করেছে, ঋণসীমার ব্যাপারে রিপাবলিকান পার্টির নেতা প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনারের প্রস্তাবিত পরিকল্পনায় ভেটো দিতে পারেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ক্রমবর্ধমান বাজেট ঘাটতির লাগাম কীভাবে টেনে ধরা যায়, সে বিষয়েও ডেমোক্র্যাট ও রিপাবলিকান শিবির মতৈক্যে পৌঁছাতে পারেনি।
২ আগস্টের মধ্যে ঋণের সীমা বৃদ্ধি করা না হলে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের হাতে তাদের সব বিলের অর্থ পরিশোধ করার মতো টাকা থাকবে না। এতে ঋণের সুদের হার বাড়তে পারে, যা মার্কিন অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলবে। এর প্রতিক্রিয়ায় বৈশ্বিক মন্দা কাটিয়ে ওঠাও ব্যাহত হবে।
সরকারের ঋণের সীমা বাড়ানো বরাবরই মার্কিন কংগ্রেসের একটি গৎবাঁধা কাজ ছিল। কিন্তু এ বছর আর্থিক বিষয়ে রক্ষণশীল কিছু রিপাবলিকান নেতা কংগ্রেসে নির্বাচিত হয়ে আসায় তাঁরা এতে বাগড়া দিচ্ছেন। রিপাবলিকানরা বলছেন, বাজেট ঘাটতি উল্লেখযোগ্য হারে না কমানো হলে তাঁরা ঋণসীমা বাড়ানোয় সমর্থন দেবেন না।
গত সোমবার ওবামার ডেমোক্র্যাট দলের প্রাধান্যপুষ্ট সিনেট এক দশকের জন্য ২ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার ব্যয় হ্রাসের একটি পরিকল্পনা প্রস্তাব করে।
ক্রমবর্ধমান বাজেট ঘাটতির লাগাম কীভাবে টেনে ধরা যায়, সে বিষয়েও ডেমোক্র্যাট ও রিপাবলিকান শিবির মতৈক্যে পৌঁছাতে পারেনি।
২ আগস্টের মধ্যে ঋণের সীমা বৃদ্ধি করা না হলে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের হাতে তাদের সব বিলের অর্থ পরিশোধ করার মতো টাকা থাকবে না। এতে ঋণের সুদের হার বাড়তে পারে, যা মার্কিন অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলবে। এর প্রতিক্রিয়ায় বৈশ্বিক মন্দা কাটিয়ে ওঠাও ব্যাহত হবে।
সরকারের ঋণের সীমা বাড়ানো বরাবরই মার্কিন কংগ্রেসের একটি গৎবাঁধা কাজ ছিল। কিন্তু এ বছর আর্থিক বিষয়ে রক্ষণশীল কিছু রিপাবলিকান নেতা কংগ্রেসে নির্বাচিত হয়ে আসায় তাঁরা এতে বাগড়া দিচ্ছেন। রিপাবলিকানরা বলছেন, বাজেট ঘাটতি উল্লেখযোগ্য হারে না কমানো হলে তাঁরা ঋণসীমা বাড়ানোয় সমর্থন দেবেন না।
গত সোমবার ওবামার ডেমোক্র্যাট দলের প্রাধান্যপুষ্ট সিনেট এক দশকের জন্য ২ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার ব্যয় হ্রাসের একটি পরিকল্পনা প্রস্তাব করে।
No comments